ওমর খালেদ রুমির জন্ম ১০ই জানুয়ারী ১৯৭৫ সালে। তার পিতা মরহুম মোহাম্মদ আইউব আলী হাওলাদার এবং মাতা মরহুমা রহিমা খাতুন। শিক্ষক পিতা এবং গৃহিণী মাতার নবম সন্তান তিনি। তার জন্মস্থান পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা। গ্রামেই তার শৈশব কেটেছে।
খেজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৮৩ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে মাধ্যমিকে প্রথম বিভাগে কেন্দ্রে প্রথম হন। বাগেরহাট সরকারী পি, সি, কলেজ থেকে ১৯৯১ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ (১৯৯৮ সালে অনুষ্ঠিত) সালে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও ১৯৯৭ (১৯৯৯ সালে অনুষ্ঠিত) সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ফাইন্যান্সে ৪ এর মধ্যে ৩.২৫ সিজিপিএ লাভ করে ইএমবিএ ডিগ্রী অর্জন করেন।
২০০৭ সালে সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রী নিয়ে ২০০৯ সলে ঢাকা বারের সদস্যপদ লাভ করেন। তিনি ২২তম বিসিএস-এ জেনারেল ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন। বর্তমানে এক্সিম ব্যাংকে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন।
তার স্ত্রী শামিমা আক্তার শিউলি প্রাইম ব্যাংকে কর্মরত আছেন। নুবা এবং উমায়না নামে তাদের দুটি কণ্যা সন্তান আছে।
২০০১ সালে প্রথম গ্রন্থ প্রকাশিত হয়। তারপর একে একে প্রায় শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
ওমর খালেদ রুমির প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে উপন্যাস - নীতুর চোখে জল, স্বপ্নের উল্টো পিঠ, আমার অমৃত সত্তা, কষ্টের ক্যাম্পাস, আশায় তুমি নিরাশায়ও তুমি, ভালোবাসা ভালো নয়, অন্ধকারে একা, দ্য আদার সাইড অব ড্রিমস ;
কবিতা – জেনে রেখ একদিন তুমি আমারি হবে, অমরাত্মার কাব্যসুধা, নির্বাসনে প্রেম, কাগজ ছেঁড়ার খেলা, কালার অব রোজ, হেলেনের কবিতার খাতা, কাচঘরে আমি, অলৌকিক দহন, একদিন প্রেম এসে হঠাৎ দরোজায় কড়া নেড়েছিল, তারার নিচে হাঁটাহাঁটি, তোমার আয়নায় আমার মুখ, নাজুক প্রেমের পদ্য, এই প্রেম তোমার আমার, এ সময়ের প্রেমের কবিতা, কেউ নেয়নি আমায় জলের কাছে, পোয়েমস অব লাভ এন্ড লাইফ, মায়াবী হরিণ, বিষ কবিতা ; চলো যাই নির্বাসনে, এপার বাংলা ওপার বাংলা (সম্পাদনা), প্রিয় কবির প্রিয় কবিতা (সম্পাদনা);
ছোটগল্প - সোনালী দিনের সোনালী বালিকারা, হেলেনকে আমি ভালোবেসেছিলাম, জলমহল এন্ড আদার ষ্টোরিস, সে আসবে, কৃষ্ণচূড়া ও অন্যান্য প্রেমের গল্প, কুয়াশার কাফন, সুকান্তর হাতে তিনটি গোলাপ, হারানো চাবিওয়ালা, এই শহরে তোমার কখনও প্রেম হয়নি, শতাব্দীর সৌরভ, স্টোরী অব এন ইভিনিং, জ্যোৎস্না ও জনকের গল্প, কুয়াশার কাফন;
রাজনৈতিক – নাম যার শেখ মুজিব, যে কারনে শেখ মুজিব আজও প্রাসঙ্গিক, শেখ হাসিনা : কন্যা জায়া জননী, স্বাধীনতা একদিনে আসেনি, বাংলার রাজনীতির সেকাল একাল, স্বাধীনতার ৪৮ বছর : ফিরে দেখা বাংলাদেশ, পলিটিক্যাল এসেস অন ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশ, রক্তে কেনা বাংলাদেশ, মুক্তিযুদ্ধের দলিলপত্র, তাত্ত্বিক বিশ্লেষনে আমাদের স্বাধীনতা সংগ্রাম, সিভিল ডিসঅবিডিয়েন্স, বঙ্গবন্ধুর বাংলাদেশ কোন পথে, বিষয় যখন স্বাধীনতা ও অন্যান্য প্রবন্ধ, কারা মুজিবের হত্যাকারি, ভারতীয় উপমহাদেশে বিচ্ছিন্নতাবাদের উত্থান, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান, দ্য হিস্টরি অব ইন্ডিয়ান মুসলিমস;
ব্যাংকিং - মোডস অব ইসলামিক ইনভেস্টমেন্ট এন্ড ইটস কোয়ালিটি, গল্পে গল্পে ব্যাংকিং, জেনারেল ব্যাংকিং গ্লোসারী, ইসলামিক ব্যাংকিং গ্লোসারী, এ টু জেড ব্যাংকিং গ্লোসারী ফর অল, ইস্যুস অফ ইসলামিক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং একোর্ডিং টু মাকাসিদ আল শরিয়াহ্ ;
প্রবন্ধ - কবি ও কবিতা বিষয়ক প্রবন্ধ (সম্পাদনা) ;
অনুবাদ - সফল ম্যানেজার, আমার বিষন্ন প্রেয়সীদের গল্প, দ্যা গ্রেট গ্যাটসবি;
ইসলামিক - ছড়ায় ছড়ায় চল্লিশ হাদীস
অন্যান্য - আমার যতো প্রেম, ফিফটি বুকস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইত্যাদি।
প্রখ্যাত চারণ সাংবাদিক কাজী রফিকুল
ইসলাম তার জীবন ও কর্মের উপর প্রিয় কবি ওমর খালেদ রুমি শিরোনামে একটি সমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন যা প্রকাশের অপেক্ষায় আছে।
Comments
Post a Comment