তবে কি ভিনদেশী নারী বয়ে এনেছে সুগন্ধ
চারপাশ ভরে গেছে হাইব্রিড ভালোবাসায়
সামান্থা, রেশমিকা, কাইলি জেনার
অযথা বাড়াবাড়ি করা কিম, ক্লোয়ি, কেন্ডাল
এখন তাহলে আমাদের দেশী গার্ল
সালেকা, মালেকা, খালেকা - র ভালোবাসার কি হবে?
বাজার দর খুব ওঠানামা করছে
কেউ কেউ হা-পিত্যেশ করছে
কেউ কেউ হিমশিম খাচ্ছে সামাল দিতে
পত্রিকাগুলোতে অজ¯্র কলাম লেখা হচ্ছে
ছা-পোষা বুদ্ধিজীবীর মাথায় হাত
পরিস্থিতির ব্যাখ্যা করা যেনতেন কম্ম নয়
আমার মতো অথবা আমাদের মতো তুচ্ছ যারা
তারা অপেক্ষায় আছি দুবেলা দু’মুঠো অন্নের
অথবা খুব বেশী মন ভালো থাকলে
দেবারতির নতুন উপন্যাসের পাতায় একটু চোখ বুলানো
অথবা একটু বুদ্ধিমান টাইপের প্রাণী হলে
মন্দাক্রান্তার কবিতার লাইনের মধ্য ঘোরাঘুরি
যদিও বাইরে বেরোলে হাতে রাখি
ফ্রান্জ কাফ্কা!
লোকে অন্ততঃ একটু তো জ্ঞানী ভাবুক!
সমতলে ঘুরি না
নিজেকে বোঝাতে পাহাড়ে যাই
(পাহাড় তো নয় যেন টিলা)
আমারও যে হাইকিং-এ মন আছে
আমিও যে কিছু একটা করে দেখাতে পারি
একজন কেউ একবার আমাকে বলেছিলো
পৃথিবী ধ্বংস হয়ে যাবে
যদি তুমি এই পাথরটা তোমার ডান হাতের মধ্যমায় না পরো
সেই থেকে আমি যে অবাধ্য হয়েছি
(আমার ভেতরে যে খামখেয়ালি ভর করেছে)
তাতে (রেজাউদ্দিন) স্টালিন ভাইয়ের মতো করেই বলতে ইচ্ছে করছে
“ফিরিনি অবাধ্য আমি”
মালেকার অজ¯্র ইঙ্গিত
সালেকার বাহুর বন্ধন
খালেকার ভারী জিনিসগুলোর ভার
এসবের কিছুই আটকাতে পারেনি
এই অর্জুন আমাকে
আমি তাহলে শেষমেষ কি হবো
এই সমাজ তো অনেককে রসু খাঁ-ও বানিয়েছে
ভয় হয় আর কোনো এরশাদ শিকদারের জন্ম না হয়
আর কোনো স্বর্ণকমল
জীবনে অনেক পাজি দেখেছি
কারণ এ যুগে আর গাজী দেখা যায় না
খালগুলো যারা ভরাট করেও কোন বাঁধা পায়নি
তারা আজ নদী ভরাট করছে
সমুদ্র তাদের হাতছানি দিয়ে ডাকছে
আগামীতে তারা ওটাও ভরাট করবে
দখলের এই মহোচ্ছবে আমি আমার ভালোবাসার
মানুষের জন্যে
একটা রেশমী কারুকাজ করা ওড়না কিনতে গিয়ে দেখি
তার দামও মাত্র ছয় হাজার টাকা
অবশ্য সেটাও খুব একটা পছন্দ হওয়ার নয়
(মনিশ মালহোত্রার ডিজাইন করা হলেই বরং ভালো হতো)
বেবি ডল চ্যালেঞ্জ দিয়েছে মোদীকে
কংগ্রেসের প্রাণ ভোমরা হবে সে ২০২৪-এ
(ততদিন পৃথিবী থাকবে কি-না জানা নেই)
সমাজে আজকাল কি যে হচ্ছে
একামত্র আল্লাহ-ই জানে
একথা শোনার পর তথাকথিত বুদ্ধিজীবীদের (সংকীর্ণজীবী)
কেউ কেউ হয়ত বলবে
ঈশ্বর বলুন - ঈশ্বর - আপনি না স্মার্ট?
Comments
Post a Comment