Skip to main content

Posts

Showing posts from November, 2016

Setara bibi under the lamp post - Literature - observerbd.com

Setara bibi under the lamp post - Literature - observerbd.com : The glittering city aroundLife is rich with red, blue light of neonWide sky over the headPieces of moonlight, scatteredAnd in that splashed pieces of meteorThose are taken by the scientists of NASASo height the civilization reachesThis city is the flow of happiness nowSome men like us pass the wayWith frustration

রক্তে কেনা বাংলাদেশ বইটির ভূমিকা

রক্তে কেনা বাংলাদেশ বইটির ভূমিকা লিখতে গিয়ে কেন জানি খানিকটা হলেও আবেগপ্রবণ হয়ে পড়লাম। আমি যুদ্ধ দেখিনি। আমার জন্মই যুদ্ধের পরে। তাই অন্তরটা দেশপ্রেমে গদগদ থাকলেও দেশের সেই মহান যুদ্ধের কোন স্মৃতিই আমার নেই। বরং আমি যখন বুঝতে শুরু করি তখন বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে। রাজনৈতিক কাজে অংশগ্রহণ ১৯৯০ সালের গণ আন্দোলনের মধ্য দিয়ে। তখন বাগেরহাট সরকারী পিসি কলেজের ছাত্র ছিলাম। মুসলিম হোস্টেলে থাকতাম। আন্দোলন তখন ধীরে ধীরে দানা বাঁধছে। আমরা বলতে গেলে শুরু থেকেই জড়িয়ে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু ভাই বাগেরহাটের কৃতি সন্তান। তিনি ঢাকা থেকে বাগেরহাট চলে এলেন। মেজর জেনারেল (অবঃ) মোস্তাফিজুর রহমানও তখন স্বশরীরে বাগেরহাটে। আন্দোলনের তদারকি করছেন। দু‘জন তুখোড় মানুষের সরাসরি পরিচালনায় বাগেরহাটে আন্দোলন দারুণ জমে উঠেছিল। সেই স্মৃতি আজও জীবন্ত। ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর। এরশাদ পদত্যাগ করলেন। আমরা আবারও পড়াশুনায় ফিরে গেলাম। দারুণ লাগল। এর পরের অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই আমি জাসদ ছাত্রলীগ-এর সাথে জড়িয়ে যাই। তারপর ১৯৯৬

মেঘে ঢাকা চাঁদ

শহরময় কেমন যেন একটা বুনো গন্ধ। মনে হচ্ছে শহরের অবস্থাটাই হঠাৎ করে বদলে গেছে। মানুষ সর্বত্রই কি যেন কানাকানি করছে। ফরিদের মনটাও কেমন যেন আনচান করছে। আজ কি তাহলে কিছু একটা হতে যাচ্ছে। আসলে পরিস্থিতি স্বাভাবিকই আছে। কোথাও কিছু ঘটেনি। ঘটার মতো কোন অবস্থাই নেই। তবুও ফরিদ তার নাকে বুনো গন্ধটা পাচ্ছে। তার কাছে কেন জানি মনে মনে হচ্ছে লোকজন সন্দেহজনক কথাবার্তা বলছে। তারা যেন দ্রুত কোথাও পালিয়ে যাবার কিংবা লুকিয়ে পড়ার মতো একটা আচরণ করছে। ফরিদের নিজের উপরই সন্দেহ হলো। সে স্বাভাবিক আছে তো। ফরিদ স্বাভাবিকই আছে। একটু আগেই তানিয়া ফোন করেছিল। তার সাথেও সে স্বাভাবিক ভাবেই কথা বলেছে। তানিয়া ফরিদের ছোট ফুপুর মেয়ে। কলেজে পড়ছে। তার ফুপুর ইচ্ছে ফরিদের সাথেই তার বিয়ে দেবে। ব্যাপারটা এমনই যখনই দেখা হবে তখনই এই নিয়ে সে বেশ কিছু কান্ড করে বসবে। ব্যাপারটাকে ফরিদের কাছে কেন জানি মাঝে মাঝে ন্যাকামী মনে হয়। এই যেমন সেদিন ফরিদের বাবা মার সামনেই ফুপু এমন একটা কান্ড করল যা রাতারাতি বিরক্তিকর। তানিয়া এখন বড় হয়েছে। তার জন্যেও ব্যাপরটা অস্বাভাবিক। কিন্তুু সে কিছু বলতে পারে না। শত হলেও মা তো। তাছাড়া তানিয়াও তো মনে মনে ফর

Loans and Advances | The gap between facts and figures

After the birth of Bangladesh, Central Bank of Bangladesh was established within a very short span of time. It was a prime necessity for a newly born country due to maintain its financial activities. Some state owned Banks were renamed as per our cultural requirements. To adjust the demands of this highly sensitive sector it was reshaped on some crucial decisions. Since 1981, the process was as usual and no mentionable turn or twist was made. In 1981 the first private bank Arab-Bangladesh Bank Ltd was established and at the end of the year i.e., on 31st December 1981 it was incorporated. This bank has become firsts of many firsts. After this historical move, the most important event of banking sector was the incorporation of Islamic Bank Bangladesh ltd. It was established in 1983 and incorporated on 13th March of the same year. This bank was first of its kind in Bangladesh as it was based on Islamic sharia. Then during the last three decades a good number of private banks were establi