Skip to main content

Fabricare receipt 01 08 2024

Being a nation



Bangladesh, the name starts from the time of freedom, was always a mysterious land. Its role from the age of yore always attracts attention. It was never completely subdued by any of the kings approached to the sub-continent. The fragile characteristics and sense of freedom of its inhabitants was its both advantages and disadvantages. So, it was very hard to conquer this land and if conquered it was harder to rule this country over. So, the country often remained free from foreign interferes.

But their waving polity got a great shake at the time of entering of the British. They were not like the other rulers like Hindu, Muslims, Afghan or Persian. All the previous rulers were seasonal and actually came to invade, plunder or at best to capture in order to prove their pride and pomp. Besides these, the extension of their territory as well as to follow the norms of Islam regarding Islamization of the nonbelievers. But the British came for a real cause. And that was their business. So, they settled and ruled. They demitted as well as massacred. The event was not an experience of fun. They laughed and killed. They made joke and hit. They hired and fired. They taught how to rule and to be ruled. They were the white British. The grand, the merciless.

We were awkward. We were foolish. We died. We lost. We were raped as well as torn. The country experienced some of all time great famines especially one of that was in 1770 called great Bengal famine. One third of the total population was disappeared. The situation worsen when they lost their control over America in 1776. They became harsher and ran bulldoggers over us. They managed their loss incurred from the losing of their other territories. We were stumbled but nothing to do. The British applied the greatest policy of the millennium “Divide and Rule”. We lost the game completely. In 1947, they awarded us freedom. But it was the greatest mocking of the time. A divided sub- continent.

We had no other way. They created such a salty situation that we had no other way to be divided. There was a deep peril to stay together and the peril became deeper after partition. It was a two sided sword. We drowned. We grabbed. We got our address through a great holocaust. We were ravaged by ourselves. The great British alms. Finally, they planted the tree of perennial crisis. We are still bearing this heritage. The British were over. But the clash is going on.

There is none to tell the truth. There is none to stop us from this horrific debugging. There is none to tell us that we should stop here. A group of people is blaming the other as Indian! The later is blaming the former as Pakistani! We still live in one country. Yes our ancestors also lived here. We, both of us, should think again. What are we doing? In our Parliament it is our common debate. We are used of hearing these topics. We are such a type of guys. We are as usual.

It is still forty two years we have got our freedom. But we are still many unsolved issues. We are always hammering our heads. We never think that years have been passed but where are our changes. Where are our achievements? How funny. We think of ourselves, our survival. We are making our society vulnerable. We are trying to change our history but do not know history can not be changed. 

Comments

Popular posts from this blog

মিথ-পুরাণ ও বিষ্ণু দে-র কবিতা / সৈয়দ কওসর জামাল

মিথ কী ও কেন মিথ বিষয়টিকে জানা ও বোঝার জন্য বিগত শতকের মধ্যবর্তী সময় থেকে নৃতত্ত্ববিদ, সমাজবিদ, এমনকি সাহিত্য সাহিত্য সমালোচকের মধ্যে উৎসাহের অন্ত নেই। অজ¯্র গ্রন্ত এ বিষয়ে রচিত হয়েছে। বিচিত্র এসবের বিষয়, বিচিত্র এইসব গবেষকদের দৃষ্টিভঙ্গি। এই প্রেক্ষিতে মিথের কোনো  সৃনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা বেশ দুরুহ। কোনো পক্ষ থেকে নৃতত্বের পাঠকদের জানানো হয়েছে যে প্রাচীন ও আধুনিক সাহিত্যে তারা যে মিথের ব্যবহার দেখে থাকেন, তা আসলে মিথ-ই নয়। কেননা তাদের কোনো ধর্মীয় ও আনুষ্ঠানিক সংযোগ নেই। কেউ আবার আধুনিক লেখদের ‘মিথোম্যানিয়া’ সম্পর্কেও পাঠকদের সতর্ক করেছেন, কারণ এ হল ইতিহাস থেকে প্রতিক্রিয়াশীল পশ্চাদপসারণ। এ সব সত্ত্বেও সাহিত্য মিথের ব্যবহার সক্রিয় আর বুদ্ধিবৃত্তি বা নন্দনতত্ত্বের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা মিথের আছে। বরং নৃতত্ত্ব ও মনোবিজ্ঞান মিথ সম্পর্কে আমাদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। মিথ সম্পর্কে ব্যাখ্যাও জটিল হয়েছে। প্রত্যেকটি শাখার গবেষকরাই তাদের নিজস্ব তত্ত্বের আলোকে মিথকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। এখানে আমাদের বলার কথা এই যে মানবসমাজের গোড়ায় আদিম ধর্মীয় স্তর থেকে অবচেতন  মনের...

ইতিহাসের কবি, কবির ইতিহাস : জীবনানন্দ দাশ / সৈয়দ কওসর জামাল

What thou lov`st is thy true heritage! উত্তরাধিকার হিসেবে আমরা যা কিছু পাই, তার মধ্যেকার ভালোটুকু এবং ইতিহাসের প্রতি যথাযথ দৃষ্টিভঙ্গি প্রকাশের ক্ষেত্রে এজরা পাউন্ডের এই পংক্তিটি প্রবাদ হয়ে আছে। এই হেরিটেজ-এর প্রতি মমত্ব যেমন সমাজবদ্ধ মানুষের সহজাত, কবিও তেমনি এখানে খুঁজে পান তাঁর ইতিহাসচেতনার আধারটিকে। হেরিটেজ যেমন ইতিহাস হয়ে ওঠে, এই ইতিহাসও তেমনি কবিতার হেরিটেজ হয়ে যায়। ইতিহাস বিচ্ছুরিত আলো কবির মুখে পড়ে, আর কবিতাও সেই আলোর স্পর্শ পায়।     ইতিহাসে আছে আমাদের রাষ্ট্রীয় ও সমাজজীবনের এক ব্যাপক বিস্তার। এই বিস্তারের দিকে কবিকেও চোখ রাখতে হয়। তবে তা পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য নয়, ইতিহাসের ভিতরের সারসত্যটুকু ও ইতিহাসের মর্মকথাটিকে নিজস্ব দৃষ্টিভঙ্গির অলোকে খুঁজে নেওয়ার জন্য। কবির চেতনার আলোকে ইতিহাসের দুএকটি মর্মকথা বা সত্যসূত্র শুধু উদ্ভাসিত হয়ে ওঠে। একেই আমরা কবির ইতিহাসচেতনার বলি, যা বহুস্তরীয়, আর তাকে প্রকাশিত হতে দেখি কবিতায় কতো বিচিত্র ভঙ্গিতে। কাব্যপ্রক্রিয়ার এই চেতনা অতি সূক্ষ্মভাবে এক বিশেষ মাত্রা যোগ করে দেয়। অন্য সে কবিতা ইতিহাস নয় ইতিহাসের সারমর্মটুকু বুকে ধরে রাখ...

NAZRUL ISLAM MAZUMDER : THE CHOICE OF THE TIME (a biography)

NAZRUL ISLAM MAZUMDER The choice of the time “The purpose of a business is to create a customer who creates customers.” -          Shiv Shing # NASSA GROUP # 30,000 employees #EXIM Bank # 3,000 employees And so on……….. A Biography By OMAR KHALED RUMI M. Sc., MBA, LL.B     ...................................................... “Patience, persistence and perspiration make an unbeatable combination for success.”    - Napoleon Hill   ...................................................... Prlogue Like another man Nazrul Islam Mazunder is also a man. But, how he has made some stories of success. Why people consider him as a special. Why he is applaused as Philanthropic in mind, dynamic in thinking, far-sighted in vision. There must some reasons. The reason is what he wanted himself he has been now. Mazumder, a conglomer...