তুমি ছিলে অগ্রগন্য মানবী
অনেকে অযথা পাড়ি দিতো অনেকটা পথ
কিংবা ভাবখানা এমন ছিলো যেন ভুল করে
চলে এসেছে সেই পথে যে পথে
তুমি হাঁট প্রতিদিন ইচ্ছে কিংবা অনিচ্ছায়
শীতের সকালের শিশির ভেজা ঘাসে
তোমার পায়ের ছাপ খুঁজতে গিয়ে
আমি অনেক আহত হৃদয়ের যুবককে দেখেছি
তারা আফসোস করে বলেছে
হয়তো একটু আগেই তুমি দৌঁড়ে গেছ এই পথে
আমি অনেক ভগ্ন হৃদয় প্রেমিককে দেখেছি
কৃষ্ণচূড়ার তলায় বসে বিষন্ন হতে
তাদের বিশ্বাস ছিলো
ফুল আর প্রজাপতির মতো তুমিও হারিয়ে গিয়ে
বার বার ফিরে আসবে হৃদয়ের আঙিনায়
কিন্তু সে সব এখন সোনালি অতীত
আহত সময়ের ঘাত-প্রতিঘাত
ততোধিক আহত তুমি এবং তোমরা
আজ অনেক স্বপ্নের ধ্বংসস্ত‚পের নিচে
চাপা পড়ে গেছে ক্লান্ত সভ্যতার মতোই
আমি পরশুরামের কুঠার হাতে নিয়ে
আজও স্মৃতির ঘন গভীর জঙ্গল সাফ করতে করতে
ক্লান্ত হয়ে বলে উঠি, এই প্রেম
কোন হৃদয়ের আকুতি ছিলো না
এ ছিলো সময়ের জঞ্জাল
এ ছিলো গাত্রবর্ণের ব্যবধানে সৃষ্ট হওয়া
এক ধরনের অলৌকিক আবেগ
ধোয়ার মতো ছিলো যার বিস্তার
প্রণয়ের রূপালী স্টেশনে ভেড়ার উদ্দেশ্যে
একটা আকুল রণতরীর দুর্বার ছুটে চলার মোহ
আহা! এই প্রেম এক শয্যাগত অসুখের নাম
এই প্রেম দীঘির জলের মতো ধোকা দেয়
মিথ কী ও কেন মিথ বিষয়টিকে জানা ও বোঝার জন্য বিগত শতকের মধ্যবর্তী সময় থেকে নৃতত্ত্ববিদ, সমাজবিদ, এমনকি সাহিত্য সাহিত্য সমালোচকের মধ্যে উৎসাহের অন্ত নেই। অজ¯্র গ্রন্ত এ বিষয়ে রচিত হয়েছে। বিচিত্র এসবের বিষয়, বিচিত্র এইসব গবেষকদের দৃষ্টিভঙ্গি। এই প্রেক্ষিতে মিথের কোনো সৃনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা বেশ দুরুহ। কোনো পক্ষ থেকে নৃতত্বের পাঠকদের জানানো হয়েছে যে প্রাচীন ও আধুনিক সাহিত্যে তারা যে মিথের ব্যবহার দেখে থাকেন, তা আসলে মিথ-ই নয়। কেননা তাদের কোনো ধর্মীয় ও আনুষ্ঠানিক সংযোগ নেই। কেউ আবার আধুনিক লেখদের ‘মিথোম্যানিয়া’ সম্পর্কেও পাঠকদের সতর্ক করেছেন, কারণ এ হল ইতিহাস থেকে প্রতিক্রিয়াশীল পশ্চাদপসারণ। এ সব সত্ত্বেও সাহিত্য মিথের ব্যবহার সক্রিয় আর বুদ্ধিবৃত্তি বা নন্দনতত্ত্বের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা মিথের আছে। বরং নৃতত্ত্ব ও মনোবিজ্ঞান মিথ সম্পর্কে আমাদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। মিথ সম্পর্কে ব্যাখ্যাও জটিল হয়েছে। প্রত্যেকটি শাখার গবেষকরাই তাদের নিজস্ব তত্ত্বের আলোকে মিথকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। এখানে আমাদের বলার কথা এই যে মানবসমাজের গোড়ায় আদিম ধর্মীয় স্তর থেকে অবচেতন মনের আধুনিক অ
Comments
Post a Comment