তুমি আমি আমরা সবাই
ধ্রæব তারার মতো নই বটে
তবে হ্যাঁ একটা গোলক ধাঁধাঁ তো বটেই
পৃথিবীর প্রথম ঘূর্ণিঝড় যেমন, প্রথম টাইফুন,
হ্যারিকেন, টর্নেডো, ভ‚মিকম্প, আগ্নেয়গিরি
অস্থির সময়ের মতো আমাদের বিন্যাসের ভেতর
ভালোবাসা তার ভাষা খুঁজে পেতে চেয়েছিলো
এ যেন পৃথিবীর প্রথম শিশুর
প্রথম কথা বলার ব্যাকুল চেষ্টা
আমি অপেক্ষায় ছিলাম আমরাও হয়তো
তোমার ঠোঁটের কোনায় অপূর্ব অভিব্যক্তির প্রকাশের
তখনও আবেগের ফল্গুধারায় ভিজতে প্রত্যাশী
একদল যুবকের ভেতর মাত্র একজন মানুষই হয়তো
তোমাকে চেয়েছিলো জলে ডোবা নূড়ির মতো করে
সেই প্রেম যা তুমি আজও খোঁজো
তোমার মৌলকিত্বকে অক্ষম রেখে
তুমি জানো না তা এসে ফিরে গেছে
Comments
Post a Comment