সময়টা কেমন ছিলো বলতে পারো?
তখনও নগরীর সবটা জায়গা পাকা হয়নি
তাই বৃষ্টির জল জমতো যেখানে সেখানে
হ্যাঁ কিছুটা পিছিয়ে ছিলো বটে এ নগরী
তবে অনেক বেশী ছিলো জীবনের কাছাকাছি
মানবিক, প্রেমময়, শৈল্পিক,.........
তারপর জোয়ার এলো কংক্রিটের
সবকিছু জমে শক্ত হয়ে গেলো এমনকি হৃদয়ও
আহা তুমি বুঝে গেলে তোমার কাছে
আমার আর নেই কোন প্রয়োজন
আমি তাকে অবহেলা ভেবে নিয়ে
পথ ধরে হাঁটতে শুরু করলাম
সেই পথ আমাকে প্রথমে পথিক তারপরে ভবঘুরে
তারপর বিভ্রান্ত একজন মানুষ বানিয়ে
দাঁত করিয়ে দিয়েছে সভ্যতার সামনে
তুমিও সুখী হতে চেয়েছিলে চতুর মানবী
কিন্তু তা কি করে হয়।
Comments
Post a Comment