টেলিফোনে ভেসে আসে সুদূর সাগর থেকে ফেরা
স্বাস্থ্যকর সুবাতাস, এতোদিন আমার দু’কান
ছিলো খুব তৃষ্ণায় কাতরঃ রূঢ় নরনারীদের
বাজখাঁই গলা শুনে-শুনে, ভেবেছি, শুনতে চাওয়া
মধু-ক্ষয়া উচ্চারণ, কথকতা, নেহাৎ অন্যায়!
তোমার জীবন থেকে চুরি ক’রে সামান্য সময়
তোমাকে যখন শুনি, মনে হয়, আরো কিছুদিন
স্থিরভাবে পৃথিবীর বয়স বাড়াই-ভালাবেসে
হাতে তুলে নিই ফের পরিত্যক্ত অস্ত্রটি আমার।
ভালবাসা পেলে কোন্ বোকা প’ড়ে থাকে নষ্ট জল,
বরং মুহূর্তে জাগে ভিতরের সাহসী পুরুষ।
তোমার নিবিড় কণ্ঠে মৌমাছির গুঞ্জরণ শুনিঃ
সামান্য সময় ব্যেপে তোমাকে শুনে তো তৃপ্তি নেই,
চাই দীর্ঘ কথোপকথন, তোমার সান্নিধ্য চাই
অনেক-অনেক ক্ষণঃ চলো ভাঙি মানুষর তৈরি
প্রয়োজনে-গড়া সময়জ্ঞাপক ঘড়ি-উভয়েই।
তোমাকে আমার সঙ্গে যদি পেয়ে যাই পাশাপাশি
নিশ্চিত ধসিয়ে দেবো সুপ্রাচীন যে কোন দেয়াল,
মানুষের রসব অপরাধ আমি ক্ষমা ক’রে দেবো,
কোলে তুলে নেবো নোংরা কর্দমাক্ত শত্রুর শরীর,
গাছপালাদের দেবো আরো বেশি সাজিয়ে-গুছিয়ে।
তোমার সময় হবে?-বহুক্ষণ মুখোমুখি ব’সে
তোমার মুখের কথা প্রসারিত বুকে গেঁথে নেবো!
ভালোবাসা পেলে কোন বোকা প’ড়ে থাকে নষ্ট জলে,
সাহসী পুরুষ দ্রুত জেগে উঠে সমুদ্র সাঁতারায়!।
স্বাস্থ্যকর সুবাতাস, এতোদিন আমার দু’কান
ছিলো খুব তৃষ্ণায় কাতরঃ রূঢ় নরনারীদের
বাজখাঁই গলা শুনে-শুনে, ভেবেছি, শুনতে চাওয়া
মধু-ক্ষয়া উচ্চারণ, কথকতা, নেহাৎ অন্যায়!
তোমার জীবন থেকে চুরি ক’রে সামান্য সময়
তোমাকে যখন শুনি, মনে হয়, আরো কিছুদিন
স্থিরভাবে পৃথিবীর বয়স বাড়াই-ভালাবেসে
হাতে তুলে নিই ফের পরিত্যক্ত অস্ত্রটি আমার।
ভালবাসা পেলে কোন্ বোকা প’ড়ে থাকে নষ্ট জল,
বরং মুহূর্তে জাগে ভিতরের সাহসী পুরুষ।
তোমার নিবিড় কণ্ঠে মৌমাছির গুঞ্জরণ শুনিঃ
সামান্য সময় ব্যেপে তোমাকে শুনে তো তৃপ্তি নেই,
চাই দীর্ঘ কথোপকথন, তোমার সান্নিধ্য চাই
অনেক-অনেক ক্ষণঃ চলো ভাঙি মানুষর তৈরি
প্রয়োজনে-গড়া সময়জ্ঞাপক ঘড়ি-উভয়েই।
তোমাকে আমার সঙ্গে যদি পেয়ে যাই পাশাপাশি
নিশ্চিত ধসিয়ে দেবো সুপ্রাচীন যে কোন দেয়াল,
মানুষের রসব অপরাধ আমি ক্ষমা ক’রে দেবো,
কোলে তুলে নেবো নোংরা কর্দমাক্ত শত্রুর শরীর,
গাছপালাদের দেবো আরো বেশি সাজিয়ে-গুছিয়ে।
তোমার সময় হবে?-বহুক্ষণ মুখোমুখি ব’সে
তোমার মুখের কথা প্রসারিত বুকে গেঁথে নেবো!
ভালোবাসা পেলে কোন বোকা প’ড়ে থাকে নষ্ট জলে,
সাহসী পুরুষ দ্রুত জেগে উঠে সমুদ্র সাঁতারায়!।
Comments
Post a Comment