নানান ধর্ম সমন্বয়ের, এইটাই আমার স্বদেশ,
পাশাপাশিই সবাই আছে সহযোগেই বেশ,-
তবুও কেন ঝগড়া লাগে? বিবাদ ওঠে চড়া?
সবাই মিলে সঙ্গে থাকার এক সুরেতেই ভরা
আমার ভারত, তোমার ভারত, সবার ভারত দেখি,
আকাশ চুম্বী বাড়ির পাশেই বস্তি বাড়ি, একি।
উন্নয়নের গান বেজেছে বিশ্বায়নের হাওয়া
ঘুরে মরছে জড়িয়ে যায় চাওয়া এবং পাওয়া।
ঝা চকচকে বাড়ির পাশেই পর্ণকুটির থাকে,
স্ববিরোধের দারুণ ছবি বুকের মধ্যে রাখে!
প্রাচীন স্বদেশ, পৌরাণিকের সুরেই বাজছে তার,
মুসলিম আর হিন্দু, স্বদেশ তো ভাই সবার!
যাটটি বছর পার হয়েছে স্বাধীনতার গল্প,
দরিদ্র দেশ দুঃখী স্বদেশ পাশ ফিরেছে অল্প।
অনেকটা পথ যেতেই হবে, এগিয়ে চলাই পূণ্য
আধখানা গ্লাস জলেই ভরা, বাকি অর্ধেক শূন্য!
পাশাপাশিই সবাই আছে সহযোগেই বেশ,-
তবুও কেন ঝগড়া লাগে? বিবাদ ওঠে চড়া?
সবাই মিলে সঙ্গে থাকার এক সুরেতেই ভরা
আমার ভারত, তোমার ভারত, সবার ভারত দেখি,
আকাশ চুম্বী বাড়ির পাশেই বস্তি বাড়ি, একি।
উন্নয়নের গান বেজেছে বিশ্বায়নের হাওয়া
ঘুরে মরছে জড়িয়ে যায় চাওয়া এবং পাওয়া।
ঝা চকচকে বাড়ির পাশেই পর্ণকুটির থাকে,
স্ববিরোধের দারুণ ছবি বুকের মধ্যে রাখে!
প্রাচীন স্বদেশ, পৌরাণিকের সুরেই বাজছে তার,
মুসলিম আর হিন্দু, স্বদেশ তো ভাই সবার!
যাটটি বছর পার হয়েছে স্বাধীনতার গল্প,
দরিদ্র দেশ দুঃখী স্বদেশ পাশ ফিরেছে অল্প।
অনেকটা পথ যেতেই হবে, এগিয়ে চলাই পূণ্য
আধখানা গ্লাস জলেই ভরা, বাকি অর্ধেক শূন্য!
Comments
Post a Comment