রাধা আমার রাধা,
তুমি যখন রাত্রি জাগছ আি ম ঘুমে কাদা!
কানাই আমার কানাই
তুমি যখন কাব্য করো, আমার বাজে শানাই।
কেমন করে তোমাকে আজ জানাই,
তোমার কাছে সে ধন আছে আমার কাছে যা নাই
আকাশটাকে পিঁটি ভেবে রুটির মতো গোল করে চাঁদ বানাই
ভাবছ তুমি ওই মেয়েটির কাছ আকাশকুসুম াাছে
এসব কথা বলতে আমার মানাই
রাধা আমার রাধা
আমি যখন বাতাস হয়ে বাজছি তোমার শার্সিতে
তুমি ঘুমে কাদা
তুমি যখন রাত্রি জাগছ আি ম ঘুমে কাদা!
কানাই আমার কানাই
তুমি যখন কাব্য করো, আমার বাজে শানাই।
কেমন করে তোমাকে আজ জানাই,
তোমার কাছে সে ধন আছে আমার কাছে যা নাই
আকাশটাকে পিঁটি ভেবে রুটির মতো গোল করে চাঁদ বানাই
ভাবছ তুমি ওই মেয়েটির কাছ আকাশকুসুম াাছে
এসব কথা বলতে আমার মানাই
রাধা আমার রাধা
আমি যখন বাতাস হয়ে বাজছি তোমার শার্সিতে
তুমি ঘুমে কাদা
Comments
Post a Comment