এই কবিতা তোমার জন্য
তোমার থেকেই জন্ম নিচ্ছে
তোমার নাকি আমার জন্য ন্রা না ভেবে যেমন ইচ্ছে
এই কবিতা তোমার জন্য
তুমিই তো এর জন্মদাত্রী
জড়ায়ুতে ছিলে অন্ধ-রাত্রি
এই কবিতা তোমার জন্য
এই বিকেল শুধুই তোমার হেলে পড়া সূর্য জানে
অন্ধ কেন হলেন হোমার
এই কবিতা তোমার জন্য
তুমি একে পড়ছ বলে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঝরছে রুপা জোছনা গলে
এই কবিতা পড়বে যখন
রাত্রি কাটে রাত্রি ভরে
এই কবিতা স্বপ্ন ছুঁয়ে
ওষ্ঠ ছোঁয়ায় নরম ভোরে
এই কবিতা কেবল তোমার
এই কবিতার সকল স্বত্ব
তোমার নামেই রইল লেখা
এই কথাটাই কেবল সত্য...
তোমার থেকেই জন্ম নিচ্ছে
তোমার নাকি আমার জন্য ন্রা না ভেবে যেমন ইচ্ছে
এই কবিতা তোমার জন্য
তুমিই তো এর জন্মদাত্রী
জড়ায়ুতে ছিলে অন্ধ-রাত্রি
এই কবিতা তোমার জন্য
এই বিকেল শুধুই তোমার হেলে পড়া সূর্য জানে
অন্ধ কেন হলেন হোমার
এই কবিতা তোমার জন্য
তুমি একে পড়ছ বলে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ঝরছে রুপা জোছনা গলে
এই কবিতা পড়বে যখন
রাত্রি কাটে রাত্রি ভরে
এই কবিতা স্বপ্ন ছুঁয়ে
ওষ্ঠ ছোঁয়ায় নরম ভোরে
এই কবিতা কেবল তোমার
এই কবিতার সকল স্বত্ব
তোমার নামেই রইল লেখা
এই কথাটাই কেবল সত্য...
Comments
Post a Comment