চাইনে যুদ্ধের চাবি। উঠোনের প্রতি-
ফুল সকালে শুকাক- সেও নয় নীতি;
নদীর সংগীত হোক বারুদে বাদল-
চাইনে, চাইনে আর।
অন্ততঃ কাজল
পরে গ্রামের বধুরা দাঁড়াক বর্ষায়,
ফাগুনের ফাগ মেখে রঙিন আড্ডায়
মিলুক একুশ মত।
বিশ্বায়নে ব্রতী
সেজে, চাইনে শিশুর সকালের ক্ষতি!
চাবির রহস্য চাই। যুদ্ধ হোক ঘর,
বন, নদী, নালা, মুক্ত আকাশ, প্রান্তর
জুড়ে;
প্রাণের বারুদ-ছড়াক শিকড়
তার মর্ত্যবে উঠানে; ঐক্যের নিগড়-
সগর্বে ফাটাক বোমা, জ্বলে উঠু শিখা:
যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ- অনুপলে শিখা!!
ফুল সকালে শুকাক- সেও নয় নীতি;
নদীর সংগীত হোক বারুদে বাদল-
চাইনে, চাইনে আর।
অন্ততঃ কাজল
পরে গ্রামের বধুরা দাঁড়াক বর্ষায়,
ফাগুনের ফাগ মেখে রঙিন আড্ডায়
মিলুক একুশ মত।
বিশ্বায়নে ব্রতী
সেজে, চাইনে শিশুর সকালের ক্ষতি!
চাবির রহস্য চাই। যুদ্ধ হোক ঘর,
বন, নদী, নালা, মুক্ত আকাশ, প্রান্তর
জুড়ে;
প্রাণের বারুদ-ছড়াক শিকড়
তার মর্ত্যবে উঠানে; ঐক্যের নিগড়-
সগর্বে ফাটাক বোমা, জ্বলে উঠু শিখা:
যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ- অনুপলে শিখা!!
Comments
Post a Comment