একজন দেবতা তাকে সম্ভোগে ডাকলেন।
আমি বারণ করিনি!
হিমালয়ে মাথা রেখে শুয়েছে সে,
পা ছুঁয়েছে বঙ্গোপসাগর।
সুন্দর দৃশ্যের লোভে
আমি আকাশ দু’ হাতে ঠেলে
সমস্ত দেখেছি।
এক হাতে জাপটে ধরেছে সে ধূমকেতুর গ্রীবা,
অন্য হাতে ভূমিকম্প।
মাঝখানে দুটি সাদা ঝরনা আর কর¯্রােতা নদী
ছুটতে ছুটতে লুকিয়ে পড়েছে এক মরুদ্যানে।
তারপর আর কোনও রাত্রি নেই দিন নেই
ঋগে¦দের পাতা উলটে যায় এক আশ্রম-বালক।
আমি বারণ করিনি!
হিমালয়ে মাথা রেখে শুয়েছে সে,
পা ছুঁয়েছে বঙ্গোপসাগর।
সুন্দর দৃশ্যের লোভে
আমি আকাশ দু’ হাতে ঠেলে
সমস্ত দেখেছি।
এক হাতে জাপটে ধরেছে সে ধূমকেতুর গ্রীবা,
অন্য হাতে ভূমিকম্প।
মাঝখানে দুটি সাদা ঝরনা আর কর¯্রােতা নদী
ছুটতে ছুটতে লুকিয়ে পড়েছে এক মরুদ্যানে।
তারপর আর কোনও রাত্রি নেই দিন নেই
ঋগে¦দের পাতা উলটে যায় এক আশ্রম-বালক।
Comments
Post a Comment