মেঘলা দুপুরে অনন্তপুরে কী করে সবাই
মন বলে, আজ যাই, কোথা যাই!
মেঘলা দুপুরে পদ্মপুকুরে কে করে রোদন
চোখে জল আসে, চোখে জল আসে, ডাকে ঝাউবন।
মেঘলা দুপুরে অন্তঃপুরে কী করে বিরহী
আমি কোথা যাই, আমি কোথা যাই, এ যাতনা সহি!
মেঘলা দুপুরে বিমোহিত সুরে কে গায় ভজন,
দূরে ছুটে যায়, দূরে ছুটে যায়, দূরে ছুটে যায় মন।
মেঘলা দুপুরে বহরমপুরে বাজে কী বাদ্য
মন বেঁধে রাখে, মন বেঁধে রাখে, কার এ সাধ্য!
মেঘলা দুপুরে কাহার নূপুরে ওঠে কী ছন্দ
মন ভরে যায়, মন ভরে যায়, ফুলের গন্ধ।
মেঘলা দুপুরে দিনাজপুরে সে আছে কেমন
পথ চেয়ে আছি, পথ চেয়ে আছি, বিষণœ মন।
মন বলে, আজ যাই, কোথা যাই!
মেঘলা দুপুরে পদ্মপুকুরে কে করে রোদন
চোখে জল আসে, চোখে জল আসে, ডাকে ঝাউবন।
মেঘলা দুপুরে অন্তঃপুরে কী করে বিরহী
আমি কোথা যাই, আমি কোথা যাই, এ যাতনা সহি!
মেঘলা দুপুরে বিমোহিত সুরে কে গায় ভজন,
দূরে ছুটে যায়, দূরে ছুটে যায়, দূরে ছুটে যায় মন।
মেঘলা দুপুরে বহরমপুরে বাজে কী বাদ্য
মন বেঁধে রাখে, মন বেঁধে রাখে, কার এ সাধ্য!
মেঘলা দুপুরে কাহার নূপুরে ওঠে কী ছন্দ
মন ভরে যায়, মন ভরে যায়, ফুলের গন্ধ।
মেঘলা দুপুরে দিনাজপুরে সে আছে কেমন
পথ চেয়ে আছি, পথ চেয়ে আছি, বিষণœ মন।
Comments
Post a Comment