আহা কী স্নেহে
হেমন্তের পাতাগুলি
রেণু রেণু ছড়িয়ে দিচ্ছে
মৃত্যুর টুং টুং ছোট্ট আওয়াজ
পরিতৃপ্ত আকাশ
কখনো টকটকে সূর্যান্তে
কখনো গোলাপ পাপড়ির মত ভোরবেলায়
অবিশ্রান্ত জাল বুনে বুনে
ঘোলাটে করে তুলছে
ধূসর থেকে হয়ে উঠছে
কালো, আরামদায়ক
প্রেমিক-প্রেমিকারা
এই পত্ঝর দ্যাখে
শেষ থেকে সমাপনের ইশারাময়
এই নিঃস্বতায় ধরা থাকে ভঙ্গিমাটি, সতর্কতার
তাদের জন্য, যারা এখনো জানেনি
আমাদের সমস্ত আরম্ভ শুধু থেমে যাওয়ার জন্য
আবার শুধুমাত্র শুরু করার জন্য
নতুন করে।
হেমন্তের পাতাগুলি
রেণু রেণু ছড়িয়ে দিচ্ছে
মৃত্যুর টুং টুং ছোট্ট আওয়াজ
পরিতৃপ্ত আকাশ
কখনো টকটকে সূর্যান্তে
কখনো গোলাপ পাপড়ির মত ভোরবেলায়
অবিশ্রান্ত জাল বুনে বুনে
ঘোলাটে করে তুলছে
ধূসর থেকে হয়ে উঠছে
কালো, আরামদায়ক
প্রেমিক-প্রেমিকারা
এই পত্ঝর দ্যাখে
শেষ থেকে সমাপনের ইশারাময়
এই নিঃস্বতায় ধরা থাকে ভঙ্গিমাটি, সতর্কতার
তাদের জন্য, যারা এখনো জানেনি
আমাদের সমস্ত আরম্ভ শুধু থেমে যাওয়ার জন্য
আবার শুধুমাত্র শুরু করার জন্য
নতুন করে।
Comments
Post a Comment