গাঁটে গাঁটে কোমরে ও অন্ধিসন্ধিতে
বয়সের ব্যথা জমে আছে;
রাত্রির নির্জনতা সে ব্যথায় আঙুল ছোঁয়ায়।
যৌবনের স্বপ্নস্মৃতি হৃদয় মঞ্জুষা
ভাঁজে ভাঁজে ভাঙা খেলনা, নষ্ট ছবি সযতেœ সাজায়।
জীবনের সকল অর্জন নিরঞ্জনা নদীটির তীরে
অন্তর্জলির পথে চলের দোলায়।
মনে পড়ে যায়
একটা কিশোরী হাত আধফোটা গাঁদাফুলকলি
সংগোপনে রেখেছিল বইয়ের পাতায়।
বয়সের ব্যথা জমে আছে;
রাত্রির নির্জনতা সে ব্যথায় আঙুল ছোঁয়ায়।
যৌবনের স্বপ্নস্মৃতি হৃদয় মঞ্জুষা
ভাঁজে ভাঁজে ভাঙা খেলনা, নষ্ট ছবি সযতেœ সাজায়।
জীবনের সকল অর্জন নিরঞ্জনা নদীটির তীরে
অন্তর্জলির পথে চলের দোলায়।
মনে পড়ে যায়
একটা কিশোরী হাত আধফোটা গাঁদাফুলকলি
সংগোপনে রেখেছিল বইয়ের পাতায়।
Comments
Post a Comment