নিম্নতম কোন যোগ্যতার কথাও বলা নেই
যে কেউ ভালোবাসতে পারে
শুধু একটা অন্তর থাকলেই চলবে;
অন্তর কোথায় থাকে? বুকের ভেতরে
কেন! চিন্তা তো মাথার ভেতরেই
ঘুরপাক খায়!
আরে বোকা! বেদনা যে বুকের
ভেতরে! কি মনে হয়।
ধুর ছাই! তবে তো ভালোবাসার
জন্যে সব চাই।
শরীর ! সামর্থ্য! সমাজ! যে কেউ
ভালবাসতে পারে না, দুর্বল অসহায়।
যে কেউ ভালোবাসতে পারে
শুধু একটা অন্তর থাকলেই চলবে;
অন্তর কোথায় থাকে? বুকের ভেতরে
কেন! চিন্তা তো মাথার ভেতরেই
ঘুরপাক খায়!
আরে বোকা! বেদনা যে বুকের
ভেতরে! কি মনে হয়।
ধুর ছাই! তবে তো ভালোবাসার
জন্যে সব চাই।
শরীর ! সামর্থ্য! সমাজ! যে কেউ
ভালবাসতে পারে না, দুর্বল অসহায়।
Comments
Post a Comment