হাঁটছি। ভীষন একা লাগছে নিজেকে
মূলতঃ কেউ নেই এই নির্জন পথে
রাস্তার দুপাশে সারি সারি গুবাক তরু
তার সবুজ ছায়ায় জীবনের ঘনায়িত সুখ
সময় সময় সবকিছু এমনই লাগে।
কিন্তু একথা তো ঠিক এই পথ একদিন
এমনটা ছিলো না
এখানে, এই পথে, হিং¯্রতা থাবা মেলেছিলো
দানব দখল করে নিয়েছিলো
সমস্ত সবুজ আর আলো
অবাস্তব কিছু তো নয় কোন একদিন হয়তোবা
এখানে এই রাস্তায় আহত মুক্তিযোদ্ধা
এক দৌঁড়াতে দৌঁড়াতে
অবশেষে ঢলে পড়েছে মৃত্যুর কোলে
কিংবা কোন অসহায় নারী বাঁচাতে
সম্ভ্রম ছুটেছে আলুথালু
অবশেষে ধরা পড়ে হায়েনার হাতে
নাজুক শরীর তার ক্লান্তির ভারে
ছেড়ে দিয়েছে শরীরের সকল গ্রন্থি
অতঃপর হয়ে গেছে হায়েনার খাবার
একটু কান পাতলেই এই নীরবতায়
শোনা যাবে সেই গোঙানি কিংবা
একটু ঘ্রান নিলেই পাওয়া যাবে
মাটিতে মিশে থাকা রক্তের ঘ্রাণ
সবকিছু অতো সহজে মিলিয়ে যায় না।
হাঁটছি। একাকী। সবুজ রাস্তায়।
চারিদিকে কেউ নেই। সত্যিই ভীষন একা।
হঠাৎ মনে হয় এই বুঝি মিছিল এসে
আমাকে নিয়ে যায়
মাথায় মোড়ানো লাল সবুজের পতাকা
একহাতে বন্দুক অজ¯্র মানুষ
আবাল-বৃদ্ধ-বনিতা সবাই আছে
মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে
এই পথ রাজপথ হয়ে যায়
৪৪ বছর পর আজও মনে হয়
আমিও হাঁটছি সেই একই রাস্তায়।
মূলতঃ কেউ নেই এই নির্জন পথে
রাস্তার দুপাশে সারি সারি গুবাক তরু
তার সবুজ ছায়ায় জীবনের ঘনায়িত সুখ
সময় সময় সবকিছু এমনই লাগে।
কিন্তু একথা তো ঠিক এই পথ একদিন
এমনটা ছিলো না
এখানে, এই পথে, হিং¯্রতা থাবা মেলেছিলো
দানব দখল করে নিয়েছিলো
সমস্ত সবুজ আর আলো
অবাস্তব কিছু তো নয় কোন একদিন হয়তোবা
এখানে এই রাস্তায় আহত মুক্তিযোদ্ধা
এক দৌঁড়াতে দৌঁড়াতে
অবশেষে ঢলে পড়েছে মৃত্যুর কোলে
কিংবা কোন অসহায় নারী বাঁচাতে
সম্ভ্রম ছুটেছে আলুথালু
অবশেষে ধরা পড়ে হায়েনার হাতে
নাজুক শরীর তার ক্লান্তির ভারে
ছেড়ে দিয়েছে শরীরের সকল গ্রন্থি
অতঃপর হয়ে গেছে হায়েনার খাবার
একটু কান পাতলেই এই নীরবতায়
শোনা যাবে সেই গোঙানি কিংবা
একটু ঘ্রান নিলেই পাওয়া যাবে
মাটিতে মিশে থাকা রক্তের ঘ্রাণ
সবকিছু অতো সহজে মিলিয়ে যায় না।
হাঁটছি। একাকী। সবুজ রাস্তায়।
চারিদিকে কেউ নেই। সত্যিই ভীষন একা।
হঠাৎ মনে হয় এই বুঝি মিছিল এসে
আমাকে নিয়ে যায়
মাথায় মোড়ানো লাল সবুজের পতাকা
একহাতে বন্দুক অজ¯্র মানুষ
আবাল-বৃদ্ধ-বনিতা সবাই আছে
মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে
এই পথ রাজপথ হয়ে যায়
৪৪ বছর পর আজও মনে হয়
আমিও হাঁটছি সেই একই রাস্তায়।
Comments
Post a Comment