এতো কষ্ট তবু দাঁড়িয়ে থাকে
ভৃত্যের শরীর বলে কথা
এই শরীরে বেদনার পাহাড়;
তবুও মালিক বলে যা, ব্যাটা
তোকে আর কি দরকার।
অযথা বেতনের ভার!
ভৃত্য তবু দাঁড়িয়ে থাকে
রাতভর। শরীরে বেদনার পাহাড়।
সময় এসেছে রাজপথে
মানুষের মুক্তির মিছিল
সব রাস্তা পেরিয়ে চলে গেছে
আলোকিত শহরের দিকে
ঝলমলে বাতিগুলো যেখানে
মুক্তির আগাম প্রতীক্ষায়
ভৃত্য তবু দাঁড়িয়ে থাকে ঠায়
বাতিগুলো নিভে যায়
একের পর এক, আলগোছে
গণতন্ত্র সদর দরোজা থেকে
ড্রয়িংরুম তারপর ডাইনিং
হয়ে সরাসরি বেডরুমে
ভৃত্য তবু দাঁড়িয়ে থাকে ঠায়।
শরীরে ব্যাথার পাহাড় ! হায় !
ভৃত্যের শরীর দারুণ অসহায়।
ভৃত্যের শরীর বলে কথা
এই শরীরে বেদনার পাহাড়;
তবুও মালিক বলে যা, ব্যাটা
তোকে আর কি দরকার।
অযথা বেতনের ভার!
ভৃত্য তবু দাঁড়িয়ে থাকে
রাতভর। শরীরে বেদনার পাহাড়।
সময় এসেছে রাজপথে
মানুষের মুক্তির মিছিল
সব রাস্তা পেরিয়ে চলে গেছে
আলোকিত শহরের দিকে
ঝলমলে বাতিগুলো যেখানে
মুক্তির আগাম প্রতীক্ষায়
ভৃত্য তবু দাঁড়িয়ে থাকে ঠায়
বাতিগুলো নিভে যায়
একের পর এক, আলগোছে
গণতন্ত্র সদর দরোজা থেকে
ড্রয়িংরুম তারপর ডাইনিং
হয়ে সরাসরি বেডরুমে
ভৃত্য তবু দাঁড়িয়ে থাকে ঠায়।
শরীরে ব্যাথার পাহাড় ! হায় !
ভৃত্যের শরীর দারুণ অসহায়।
Comments
Post a Comment