তুমি ডাক দাও বা না দাও আমি কিন্তু ঠিক ঠিক বসে থাকি পথের পাশে
অশুদ্ধ প্রেমিক। তোমাদের আধুনিকতায় আমি পাস করতে পারিনি
বলে কত রাত্রির অন্ধকার সংবিধানের মতো নামে শহরে।
ভালোবাসার মুহুর্তগুলো ফুরিয়ে যায় দম ফুরিয়ে যাওয়া বেলুনের মতো
অবুঝ শিশুর মত কেঁদে উঠি অস্তিত্বের গভীর গোপনে
হায়! এখনও মানুষ ভালবাসে এই আধুনিক যুগে।
হৃদয়ের ব্যবচ্ছেদ তো হয়ে গেছে সেই কবে
তুমি অবহেলায় নয় আমাকে আদৌ দেখোনি
এখানে বসে আছি আমি একাকী
আশায় থাকি নিরাশায়ও-বলা না বলা কিছু নয়।
অশুদ্ধ প্রেমিক। তোমাদের আধুনিকতায় আমি পাস করতে পারিনি
বলে কত রাত্রির অন্ধকার সংবিধানের মতো নামে শহরে।
ভালোবাসার মুহুর্তগুলো ফুরিয়ে যায় দম ফুরিয়ে যাওয়া বেলুনের মতো
অবুঝ শিশুর মত কেঁদে উঠি অস্তিত্বের গভীর গোপনে
হায়! এখনও মানুষ ভালবাসে এই আধুনিক যুগে।
হৃদয়ের ব্যবচ্ছেদ তো হয়ে গেছে সেই কবে
তুমি অবহেলায় নয় আমাকে আদৌ দেখোনি
এখানে বসে আছি আমি একাকী
আশায় থাকি নিরাশায়ও-বলা না বলা কিছু নয়।
Comments
Post a Comment