The Mughal Emperor Jahangir writes in the Tuzuk-i-Jahangiri:
"Daniyal was of pleasing figure, of exceedingly agreeable manners and appearance, he was very fond of elephants and horses. It was impossible for him to hear of anyone as having a good elephant or horse and not take it from him. He was fond of Hindi songs, and would occasionally compose verses with correct idiom in the language of the people of India, which were not bad."
আকবরের তৃতীয় পুত্র। আকবরের প্রিয় পুত্র ছিলেন। এলাহাবাদের গভর্নর হন ১৫৯৭ খ্রিস্টাব্দে। ১৬০১ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের গভর্ণর হন খান্দেস বিজয়ের প্রতিদানস্বরূপ।
কিছুটা কবি প্রকৃতির মানুষ ছিলেন। লেখালেখি করতেন উর্দু, ফার্সী এবং হিন্দীতে।
খান্দেস এর দ্বিতীয় বুরহান নিজাম শাহকে পরাজিত করেন। এছাড়াও আহমেদ নগরের অবিজীত এলাকার শাসকদ্বয় মালিক আম্বার এবং রাজু ডেকানিকে পরাজিত করেন।
জীবনের প্রথমদিকে কাজ কর্মে কিছুটা অমনযোগী হলেও শ্বশুর কুলিজ খান আন্দিজানির তত্ত¡াবধানে নিজেকে গুছিয়ে নেন। একজন ভালো জেনারেল ছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে আকবরের মৃত্যুর মাত্র ৭ মাস আগে মারা যান। তার মৃত্যু আকবরকে দারুণভাবে ব্যথিত করেছিলো।
তার দুই পুত্র হোসাঙ মির্জা ও তাহমুরাস মির্জা পরবর্তীতে তাদের চাচাতো ভাই শাহরিয়ার মির্জার সাথে যোগ দিলে শাহজাহান কর্তৃক ভ্রাতা শাহরিয়ার সাথে নিহত হন। ঐ সময় একই সাথে শাহজাদা খসরুরও দ্ইু পুত্র অর্থাৎ শাহজাহানের দ্ইু ভাতিজা দাওয়ার বখশ ও গুরসাস্প মির্জাও নিহত হন।
Comments
Post a Comment