Skip to main content

Posts

Showing posts from February, 2017

Fabricare receipt 01 08 2024

Corporate Mania

In Bangladeshi coporations the officers who use 30% of their office times in office works and 70% of their office times maintaining liasion with bosses and colleagues do very well in their career.  

স্বপ্নের উল্টোপিঠ

জামশেদের সাথে মুনার পরিচয় হয় আরিচার ফেরিঘাটে । অনেক বছর পর মুনারা সেবার সবাই মিলে বরিশালে তাদের বাপ - দাদার ভিটেয় গিয়েছিল ঈদ করতে । কিন্তু ঈদের সেই আনন্দ আরিচার ফেরিঘাটে এসে লম্বা জ্যামে পড়ে যখন মাটি হওয়ার জোগাড় তখনই জামশেদ নামক এই অদ্ভুত প্রাণীটির সাথে তার পরিচয় । জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা গাড়ীতে বসে থেকে মুনার যখন নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় তখনই সে তাদের নতুন কেনা বিএমডব্লিউ গাড়ী থেকে নেমে রাস্তার পাশে গিয়ে দাঁড়াল । জ্যাম দেখে তার মাথা খারাপ হওয়ার জোগাড় । যতদূর চোখ যায় থেমে থাকা গাড়ীর সারি । ঘাট থেকে তারা এখনও বেশ কয়েক কিলোমিটার দূরে । সে আনমনে বলে উঠল - সর্বনাশ ! এ জ্যাম তো আজ ছাড়বে বলে মনে হচ্ছে না । তার উপরে নদীর পানি নেমে যাওয়ায় ফেরি চলাচলেও বিঘ œ হচ্ছে । আজ তাদের কপালে দুর্ভোগ আছে । এসব ভাবতে ভাবতে সে যখন আবারও গাড়ীতে গিয়ে বসার জন্যে মোড় ঘুরতে যাবে তখনই এক অতি উ ৎসাহী যুবক এসে তার সামনে দাঁড়াল । মুচকি হেসে নিজের থেকেই আগ ...