যে কেউ হাতে হাত রাখতে পারে
চলে যেতে পারে লোকালয় ছেড়ে
বহুদূর; আমার তাতে কি এসে যায়
আমি এখানেই আছি, তোমার সাথেই
তুমি নিজে একাই একটা পৃথিবী
একটা সম্পূর্ণ অরণ্য, একটা পুরো মেরু
মরুভূমি, পর্বত, মহাসাগর, মহাদেশ
খানিকটা উঁচু মালভূমি, উপত্যাকার সবুজ।
তুমিই লোকালয়, লোকান্তরের রাজ্যপাট
তোমার কাছে এলে সব কিছু অন্যরকম লাগে
নীরবতা খুঁজে পায় ভাষা, তোমার কাছে
এলে পাথর কথা বলে, মন, খুঁজে পায়
সীমাহীন আশা - বাঁচতে ইচ্ছে করে যুগ যুগ
তুমিই আমার শুরু, তোমাতেই শেষ প্রেম, সব সুখ।
চলে যেতে পারে লোকালয় ছেড়ে
বহুদূর; আমার তাতে কি এসে যায়
আমি এখানেই আছি, তোমার সাথেই
তুমি নিজে একাই একটা পৃথিবী
একটা সম্পূর্ণ অরণ্য, একটা পুরো মেরু
মরুভূমি, পর্বত, মহাসাগর, মহাদেশ
খানিকটা উঁচু মালভূমি, উপত্যাকার সবুজ।
তুমিই লোকালয়, লোকান্তরের রাজ্যপাট
তোমার কাছে এলে সব কিছু অন্যরকম লাগে
নীরবতা খুঁজে পায় ভাষা, তোমার কাছে
এলে পাথর কথা বলে, মন, খুঁজে পায়
সীমাহীন আশা - বাঁচতে ইচ্ছে করে যুগ যুগ
তুমিই আমার শুরু, তোমাতেই শেষ প্রেম, সব সুখ।
Comments
Post a Comment