আমি যখন ভূমিষ্ঠ হলাম চিৎকার শুরু করে দিলাম
আমি যখন হামাগুড়ি দিলাম বসতে চেষ্টা করলাম
আমি যখন বসতে পারলাম দাঁড়ানোর সুযোগ খুঁজলাম
তারপর একটা কিছুতে ভর করে যখন দু’পায়ে দাঁড়ালাম
পুরো পৃথিবী তছনছ করার জন্যে উদগ্রীব হয়ে গেলাম
অবশেষে তাই হলো ঠিক যা হওয়ার ছিলো
স্বাভাবিক নিয়মেই আর দশ জনের মতো
আমিও আমার নিজের বোনা জালে জড়িয়ে গেলাম
আস্তে আস্তে; সবকিছু মলিন হলো, ম্লান হলো
সমস্ত উদ্দীপনা, উত্তেজনা, অস্থিরতা
ধীরে ধীরে; আমি ফিরে আসতে চাইলাম
চাইলেই কি আসা যায়
পৃথিবী আমার চেয়েও চৌকস। সে আমাকে হাতে নাতে ধরে ফেলল
ডায়াবেটিস, প্রেসার, হার্টের অনিয়ন্ত্রিত গতি প্রকৃতি
সবাই অবশেষে ভীষন ভাল হতে চায়, থাকতে চায় ভালো
পৃথিবী বলে Ñ আলো শেষ, অন্ধকারে চলো।
Comments
Post a Comment