এই বাংলার ইতিহাস, অনেক পুরাতন, দীর্ঘ, গৌরব আর গর্বের। ৭৫০ খ্রীস্টপূর্বাব্দে গোপাল নির্বাচনের মাধ্যমে রাজা নির্বাচিত হয়েছিলেন। এ থেকেই বোঝা যায় এদেশের ইতিহাস কত বিস্তৃত আর ব্যাপক। তবে আমি সেই পুরনো দীর্ঘ ইতিহাসের সবটুকু আলোচনা করতে পারবো না। আমি শুধু সম্মিলিত ভারতবর্ষে কংগ্রেসের জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ইতিহাসের অন্ধকার বাকগুলো আলাচনা করব। সবাই না জানুক যারা এসব নিয়ে ভাবে তাদের অন্তত: কাজ আসবে বলে মনে করি।
কংগ্রেসের জন্ম
১৮৮৫ সালের ২৮শে ডিসেম্বর ব্রিটিশ ব্যক্তিত্ব এ্যালান অক্টাভিয়ান হিউম-এর নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয। কংগ্রেসের জন্ম ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনের পূর্ব পর্যন্ত কংগ্রেসই ছিল ভারতীয়দের জন্য একমাত্র রাজনৈতিক সংগঠন। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীনা সূর্য অস্তমিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর রবার্ট ক্লাইভের সাথে হাত মিলিয়ে মীর জাফর বাংলার মসনদ দখলের যে ষড়যন্ত্র করেছিল কিছু কাল যেতে না যেতেই তার স্বপ্নভঙ্গ হয়। বিশ্বাসঘাতক মীর জাফরকে ইংরেজরা পরিত্যাগ করে।
কংগ্রেসের জন্ম
১৮৮৫ সালের ২৮শে ডিসেম্বর ব্রিটিশ ব্যক্তিত্ব এ্যালান অক্টাভিয়ান হিউম-এর নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয। কংগ্রেসের জন্ম ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনের পূর্ব পর্যন্ত কংগ্রেসই ছিল ভারতীয়দের জন্য একমাত্র রাজনৈতিক সংগঠন। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্র কাননে বাংলার স্বাধীনা সূর্য অস্তমিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর রবার্ট ক্লাইভের সাথে হাত মিলিয়ে মীর জাফর বাংলার মসনদ দখলের যে ষড়যন্ত্র করেছিল কিছু কাল যেতে না যেতেই তার স্বপ্নভঙ্গ হয়। বিশ্বাসঘাতক মীর জাফরকে ইংরেজরা পরিত্যাগ করে।
Comments
Post a Comment