১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুুদ্ধে মোহাম্মদ ঘুরী পৃথ্বিীরাজ চৌহানকে পরাজিত করে Muhammad of Ghor Prithviraj Chauhan Daud Khan Karrani Isa Khan
১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুুদ্ধে মোহাম্মদ ঘুরী পৃথ্বিীরাজ চৌহানকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা করেন। পাশাপাশি বাংলায়ও মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিলো বখতিয়ার খিলজি কর্তৃক ১২০৩ খ্রিস্টাব্দে। সেই থেকে বাংলা কখনও দিল্লীর অধীন আবার কখনও স্বাধীন সুলতান দ্বারা শাসিত হয়েছে। তবে ঘটনায় মোড় আসে যখন ১৫৩৮ খ্রিস্টাব্দে শের শাহ তৎকালীন বাংলার রাজধানী গৌড় দখল করেন। নিহত করেন গিয়াস উদ্দীন মাহমুদ শাহ ও তার দুই পুত্রকে। বেঁচে ছিলো তার কন্যা মোমেনা খাতুন। যার গর্ভে জন্মেছিলো বারো ভূঁইয়ার প্রধান ইসা খাঁ। অবশ্য পরবর্তীতে এই মোমেনা খাতুনের স্বামী সোলাইমান খানকেও হত্যা করা হয়। তার পুত্রদ্বয় ইসা খাঁ ও ইসমাইল খাঁকেও বিক্রি করে দেওয়া হয় ক্রীতদাস হিসেবে। শের শাহের অধীন বাংলার প্রথম গভর্ণর ছিলেন খিজির খান। আর শেষ গভর্ণর ছিলেন শাহবাজ খান। এরপর শুরু হলো মুহাম্মদ শাহ ডাইনেস্টির শাসনকাল। প্রথম শাসক মোহাম্মদ খান সুর। আর শেষ শাসক তৃতীয় গিয়াসউদ্দীন বাহাদুর শাহ। ১৫৬৪ খ্রিস্টাব্দে তাজ খান কররানী তৃতীয় গিয়াসউদ্দীন বাহাদুর শাহকে পরাজিত করে বাংলা দখল করেন। এই বংশের শেষ শাসক ছিলেন দাউদ খান কররানী যি...