ভূমিকা
চল্লিশ হাদীস মানবে যেজন
তার কি আছে ভয়
জান্নাতেরই সুধা পাবে
কি যে সুখময়।।
হাদীস নং-১
আমল তোমার যাই হোক
জেনে রাখা চাই
নিয়ত যদি না হয় সঠিক
কোনোই সুফল নাই।
হাদীস নং-২
মজবুত হলে ঈমান খানা
জেনে রেখো ভাই
অল্প ইবাদাতেও তোমার
কোন বিপদ জেনো নাই।।
হাদীস নং-৩
দ্বীনী ইলম শিক্ষা করা
ফরজ জেনে নিয়ে
যত পারো চর্চা কর
উজাড় করে দিয়ে।।
হাদীস নং-৪
কুরআন পড়া সর্বোত্তম
নফল ইবাদাত
পড়লে হাদীস এসব কথার
পাবে যে সাক্ষাত।।
হাদীস নং-৫
সর্বোত্তম সে জন যিনি
নিজে কুরআন শেখেন
অন্যদেরও শিক্ষা দিতে
সদা খেয়াল রাখেন।।
হাদীস নং-৬
এক হরফে দশ নেকী
আমরা সবাই জানি
আল-কুরআনের এই ফযিলত
আমরা সবাই মানি।।
হাদীস নং-৭
দ্বীনী ইলম শিক্ষা করার
প্রদীপ যদি জ্বালো
ষাট বছরের ইবাদাতের
চেয়েও এটা ভালো।।
হাদীস নং-৮
নবীজীর (সাঃ)-ই রেখে যাওয়া
অজ¯্র উম্মত
কুরআন এবং হাদীস তাদের
শ্রেষ্ঠ নেয়ামত
চলবে যারা বিধান মতে
জেনে রেখো আখিরাতে
তারাই সেদিন ধন্য হবে
করবে বাজিমাত।।
হাদীস নং-৯
কুরআনেরই আহল যারা
তাদের কিসের ভয়
নবীর (সাঃ) কাছে শ্রেষ্ঠ তারা
খাছ লোক তাদের কয়।।
হাদীস নং-১০
এক আলেমেই শয়তানের
বাড়ে দারুন জ্বালা
তার কাছে তাই আলেম থেকে
হাজার আবেদ ভালা।।
হাদীস নং-১১
নবীর বাণী পৌঁছে দেওয়া
মোদের আসল কাজ
একটি কথাও জান যদি
জানিয়ে দাওআজ।।
হাদীস নং-১২
“আততুহুরু শাতরুল ঈমান”
জানো কি তার মানে
“পবিত্রতায় অর্ধেক ঈমান”
এটাই সবাই জানে।।
হাদীস নং-১৩
কলেমা পড়
নামাজ ধরো
যাকাতে দাও মন;
রোজা রেখে
খাঁটি হও
হজ্জ্ব করো পালন।।
হাদীস নং-১৪
বানাও যদি আল্লাহ্র ঘর
এই দুনিয়ার বুকে
আল্লাহ্ দিবেন জান্নাতে ঘর
থাকবে চিরসুখে।।
হাদীস নং-১৫
গোসল করে
পাক যেমন হও
নাপাক করো দূর;
তেমনি যদি
পড়ো নামাজ
গুনাহ হবে দূর।।
হাদীস নং-১৬
জামায়াতে পড়লে নামাজ
কতো ছওয়াব জানো
হাদীস বলে সাতাশ গুন
মন দিয়ে তা মানো।।
হাদীস নং-১৭
রোযা শুধু তারই জন্যে
উপহারও তাঁর
আল্লাহ্ দিবেন নিজ হাতে
তুলনা নাই যার।।
হাদীস নং-১৮
সবকিছুরই যাকাত আছে
ধনসম্পদ বলো
রোযা রেখে শরীরটারও
যাকাত দেই চলো।।
হাদীস নং-১৯
কবরটাকে করতে আলো
যিকির করো ভাই
এমন আমল এই জগতে
আর তো কিছু নাই।।
হাদীস নং-২০
দানের চেয়েও যিকির বড়
হাদীস থেকে জানি
আল্লাহ্ খুশী রাসুল (সাঃ) খুশী
সত্য বলে মানি।।
হাদীস নং-২১
যিকির ছাড়া
জিন্দা কি ভাই
কাউকে বলা যায়;
দেখতে যদিও
জিন্দা লাগে
মূর্দা তারে কয়।।
হাদীস নং-২২
একটি বারের তরে যে জন
নবীর (সাঃ) দরূদ পড়বে
দশটি দয়া করবে মালিক
সুখে হৃদয় ভরবে।।
হাদীস নং-২৩
আসমানেরই ফেরেশতারা
ডেকে ডেকে বলে
যিকির কারীর গুনাহ মাফ
এই আমলের ফলে।।
হাদীস নং-২৪
যিকির ছাড়া জান্নাতীরও
হতাশ হতে হবে
হায়রে যদি দুনিয়াতে
যিকির করতাম তবে।।
হাদীস নং-২৫
নবীর আদেশ মানবে যারা
তারাই হবে ধন্য
আখিরাতের মাঠে তারা
হবেন আপন গন্য।।
হাদীস নং-২৬
জিন্দা করলে একটি সুন্নত
এই ফ্যাসাদের কালে
শ’ শহীদের মর্যাদা তার
হাদীস শরীফ বলে।।
হাদীস নং-২৭
ভালো কাজের আদেশ করো
মন্দে দাও বাঁধা
কেয়ামতের মাঠে তুমি
আল্লাহ্র কাছে সাদা।।
হাদীস নং-২৮
দেখলে পরে জঘন্য কাজ
হাত দিয়ে দাও বাঁধা
না পারলে করতে এমন
ঈমান হবে আধা
যদি বলো কিছু মুখে
তবুও তুমি থাকবে সুখে
তাও যদি ব্যর্থ হও
ঘৃণা করো মনে
তিন নম্বর মুমিন হলে
দুর্বল ঈমান গুনে
তাও যদি না করো ভাই
হাদীস শরীফ কয়
দ্বীনের থেকেই বেরিয়ে গেলে
আর তো কিছু নয়।।
হাদীস নং-২৯
মানুষ হয়ে মানুষেরে
না বাসিলে ভালো
আল্লাহ্তায়ালার বিশেষ দয়ায়
হয়না জীবন আলো।।
হাদীস নং-৩০
সালাম দিয়ে কথা বলো
এটাই সঠিক রীতি
আল্লাহ্ হবেন রাজী খুশী
পাবে নবীর (সাঃ) প্রীতি।।
হাদীস নং-৩১
সঠিক মুমিনতাকেই বলে
যার হতে নেই ভয়
জান-মাল সব নিরাপদ
জীবন সুখময়।।
হাদীস নং-৩২
প্রতিবেশীর ওপর যে জন
জুলুম করে ভাই
জেনে রেখো জান্নাতে তাঁর
হবেনা যে ঠাঁই।।
হাদীস নং-৩৩
মুসলমানকে দিলে গালি
ফাসেক তুমি হবে
করলে কতল মুসলমানকে
কাফের হয়ে যাবে।।
হাদীস নং-৩৪
মুমিন জেনে বন্ধু বানাও
করো আপনজন
পানাহারে ডাকো তারে
আল্লাহ্তে যার মন।।
হাদীস নং-৩৫
মায়ের পায়ের নীচে তোমার
বেহেশত নাও জেনে
তামাশা নয় নবীর কথা
চলতে হবে মেনে।।
হাদীস নং-৩৬
শোনা কথায় কান দিওনা
না জেনেতার সত্য
মিথ্যেবাদী হয়ে যাবে
এটাই সঠিক তথ্য।।
হাদীস নং-৩৭
মুসলমানের দোষ-ত্রুটি ভাই
যে জন রাখে ঢেকে
রোজ হাশরে দোষ-ত্রুটি তার
ঢাকা থাকবে রবের থেকে।।
হাদীস নং-৩৮
পথিক এবং মুসাফির হও
এই ধরণীর বুকে
কিয়ামতে ধন্য হবে
থাকবে মহা সুখে।।
হাদীস নং-৩৯
ঈমানেরই অংশ জেনো
লজ্জা যে তারনাম
ঈমানখানাই ধ্বংস হবে
না মানলে (বই) কালাম।।
হাদীস নং-৪০
আল্লাহ্তায়ালার কাছে প্রিয়
আমল এবং মন
কিসের বড়াই করছো তুমি
নিয়ে তোমার ধন।।
Comments
Post a Comment