প্রত্যাশা ছিলো আছে থাকবে
কবিতার শব্দরা শক্তিশালী হোক
বর্ষায় ভেজা দুর্বা ঘাসের মতো
মাটির সাথে জড়িয়ে থাকার প্রবল আনন্দে
ভুল বানানগুলো ধীরে ধীরে শুদ্ধ হোক
কবি হয়ে উঠুক মানুষের - কবিতারা মানবিক;
কবি আর কারিগর যেদিন থেকে তাপানুকুল কামরায় ঢুকেছে
মদ আর কাবাব যেদিন থেকে তাদের মাথার মগজ খেয়েছে
কবিতা সেদিন থেকে আর কবিতা হয়ে উঠতে পারেনি;
প্রচুর মাতাল শতাব্দীর পর শতাব্দী
এলোমেলো শব্দগুচ্ছকে কবিতার নামে চালিয়েছে
শব্দের এই ব্যবসা কালোবাজারীর চেয়েও যে জঘন্য
এ কথা বলার মতো কোন বুদ্ধিজীবিই আর অবশিষ্ট নেই;
দেশ ভাগ হতে না হতেই মহাত্মা মরে গেলো টুক্ করে
নেহেরুও পড়ে গেলো একা অভিভাবকহীন
শেয়ালের বসতিতে একটা মোরগ কতোটা কৌলিন্য
বজায় রাখতে পারে!
আর জিন্নাহ! সে তো আগের জায়গায় ফিরে যাওয়ার
জন্যে সেই কবে থেকে ওঁৎ পেতে ছিলো;
বেশ কিছু অনিবার্য কারণেই জন্ম হলো আমাদের
বিশুদ্ধ স্বদেশ আমার বাংলাদেশ ২৩ বছর তো একেবারে কম সময় নয়?
চাইলেই শোধরানো যেত সবগুলো ভুল!
কবিরাও ব্রাম্মণ হতে চাইলো - হতে চাইলো কুলীন
যাবতীয় ভুলের মাঝে এটাই ছিলো সবচেয়ে বড় ভুল
অচ্ছ্যুতের আবার জাত! কবিকে বরাবরই থাকতে হয়;
জানিনা এসব কথা কেন বলছি
বার বার উচ্চারণে যা আজ সত্যে পরিণত
তাকে আমিই বা মিথ্যে বলি কেমন করে।
ভুল কবিতার প্রিয় কবিরা
ভুল বুঝতে পেরে ফিরে আসাতে আসলেই কোন লজ্জা নেই।
ভুল বাগানের ভুল মালি হয়ে ফুল নষ্ট করার
অধিকার কেউ তো কাউকে দেয়নি।
Comments
Post a Comment