প্যালেস্টাইনের (palestine) ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় তাতে বলা যায়, ব্রোঞ্জ যুগে (bronze age) এটা কেনানাইটদের (canaanites) দ্বারা নগর সভ্যতায় রূপান্তরিত হতে শুরু করে যা লেট ব্রোঞ্জ এইজে এসে বিভিন্ন সভ্যতা বিশেষ করে মিশরীয় সভ্যতা যারা তখন এই অঞ্চলটাকেও শাসন করেছিলো তাদের দ্বারাও প্রভাবিত হয়।
এর পরবর্তীতে যদি আয়রন এইজ বা লৌহ যুগের কথা বলি তাহলে বলবো, তখন এটা দুটো পৃথক রাষ্ট্রে ভাগ হয়ে যায় যার একটি ইসরাইল (israel) এবং অন্যটি যুদাহ (judea) আর প্যালেস্টাইন বলতে থেকে যায় শুধু সেই কেনান (canaan) দেশের ভূমধ্যসাগর তীরবর্তী দক্ষিণ ভাগটুকু যা এখনও গাজা (gaza) উপত্যকা নামে রয়ে গেছে।
এখানে বলে রাখতে চাই লৌহ যুগ বলতে খ্রি: পূ: ১২০০ থেকে ৬০০ খ্রি: পূ: সময়কালকে বুঝায়। আর এই সময়কালটাতে এই এলাকাটাকে Assyrians, Babylonians, Persians রা শাসন করেছিলো। আর এই Persian রাই খ্রি: পূ: ৫৩৯ সময়কালে Babylonia দখল করে এক নতুন অধ্যায়ের জন্ম দেয়।
তারা ব্যাবিলোনিয়ায় বন্দী ইহুদীদের মুক্ত করে তাদের মধ্যে যারা জেরুজালেমে ফিরে যেতে ইচ্ছুক তাদেরকে ফিরে যেতে সহযোগিতা করেন। সেখানে তারা দ্বিতীয় টেম্পল নির্মাণ করেন যা পরবর্তীতে রোমানদের দ্বারা ৭০ খ্রিস্টাব্দে শেষবারের মতো সম্পূর্ণ বিধ্বস্ত হয় যা আর কোনদিন নির্মিত হয়নি।
এখানে বলে রাখতে চাই, Persian দের পরে ৩০০ খ্রি: পূ: সময়কালে আলেক্সান্ডার (alexander) উক্ত এলাকা জয় করলে এটা হেলেনিস্টিক (hellenistic) সভ্যতার অন্তর্ভূক্ত হয়। আলেক্সান্ডার এর রেখে যাওয়া সভ্যতা যা পরবর্তীতে Seleucids নাম ধারণ করে তারাও খ্রি: পূ: ৬৩ সময়কালে বিলুপ্ত হয়ে যায়।
পাশাপাশি ইরানি Parthian সভ্যতার উম্মেষ ঘটে তাও ২২৪ খ্রিস্টাব্দ সময়কালে বিলুপ্ত হয়ে যায়। সে জায়গা দখল করে ইরানি Sasanian Empire যারা ৬৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিলো এবং একই সময়কালে তাদেরই প্রতিবেশী আর একটি শক্তিশালী সা¤্রাজ্য Byzantine Empire এর সাথে ক্রমাগত যুদ্ধ বিগ্রহের দ্বারা দুর্বল হতে হতে ৬৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে থেকে অবশেষে মুসলিমদের দ্বারা বিজীত হয়।
আর Byzantine সা¤্রাজ্যও ক্রমাগত মুসলিমদের কাছে ভূমি হারাতে হারাতে শেষ পর্যন্ত ১৪৫৩ খ্রিস্টাব্দে মুসলমানদের কাছে কনস্টান্টিনোপল হারিয়ে অবশেষে বিলুপ্ত হয়।
যে প্রসঙ্গে ছিলাম তাহলো Palestine পার্সিয়ানদের শাসনে চলে গিয়েছিলো। এটা ছিলো লৌহ যুুগের শেষ দিকের ঘটনা। এদের হাত থেকে এটা আলেক্সান্ডার নিয়ে নেন। এর পরে এই এলাকাটা Hasmonean Kingdom এর আন্ডারে চলে যায়। আর এই Hasmonean রা পরবর্তীতে রোমানদের কাছে পরাজিত হয় কিন্তু রোমান Judea র ইহুদিরা ক্রমাগত বিদ্রোহ করলে ৭০ খ্রিস্টাব্দে রোমান জেনারেল টিটুস যিনি পরবর্তীতে রোমান স¤্রাট হন, তিনি জেরুজালেমকে ধ্বংস করেন এবং দ্বিতীয় টেম্পলও ধ্বংস করে দেন। তার পরবর্তীতে খোলাফায়ে রাশেদীনের সময়কালে এটা মুসলমানদের অধীনে চলে আসে।
Comments
Post a Comment