মরা কোলে নিয়ে বসে থাকে একজনই
গভীর রাতেও- জননী তার নাম
(তাকে পায়ে ধরে হলেও কাছে রাখো
কোনোমতে যেন হারাতে না পারে)
মা বলে ডাক দিয়েছি মাঝ রাতে - সবাই গুমিয়ে পড়েছে
মা ঠিকই জেগেছিলো - বলেছে - বাবা আমার! এসেছিস বাছাধন!
হ্যাঁ মা! এসেছি! ঠিক ঠিক!
এতো রাতে! কোথা থেকে!
ঢাকা!
ঢাকা কেন!
না! না! কোন সমস্যা নাই! কোন সমস্যা নাই!
এমনিই এসেছি।
কই! একটা খবরও তো দিলি না!
গ্রামে কি এমন মাধ্যম আছে খবর দেওয়ার
তা ঠিক বলেছিস বাবা। তা ঠিক!
আমার মন বলছিল তুই হয়তো আসবি।
তাই তো জেগে আছি!!!
গভীর রাতেও- জননী তার নাম
(তাকে পায়ে ধরে হলেও কাছে রাখো
কোনোমতে যেন হারাতে না পারে)
মা বলে ডাক দিয়েছি মাঝ রাতে - সবাই গুমিয়ে পড়েছে
মা ঠিকই জেগেছিলো - বলেছে - বাবা আমার! এসেছিস বাছাধন!
হ্যাঁ মা! এসেছি! ঠিক ঠিক!
এতো রাতে! কোথা থেকে!
ঢাকা!
ঢাকা কেন!
না! না! কোন সমস্যা নাই! কোন সমস্যা নাই!
এমনিই এসেছি।
কই! একটা খবরও তো দিলি না!
গ্রামে কি এমন মাধ্যম আছে খবর দেওয়ার
তা ঠিক বলেছিস বাবা। তা ঠিক!
আমার মন বলছিল তুই হয়তো আসবি।
তাই তো জেগে আছি!!!
Comments
Post a Comment