একদিন কোন এক বিষন্ন বিকেলে আমার সহপাঠিনী
শোভা এসে দাঁড়ায় কোমল বারান্দায়
মুখ তার মলিন প্রজাপতি যেন
গ্রীবার কাছে জমে থাকা রাজ্যের বিষন্নতার ঝুলকালি
অনিন্দ্য সুন্দরী শোভাকে সেই প্রশস্ত বিকেলে
ভালোবাসার ভারে একটা ছোট্ট পাখির মতো মনে হয়
আমিও এগিয়ে যাই ইতঃস্তত পায়ে
শোভার শোভা তবু বাড়ে না এতোটুকুও
জীবনের জীর্ণতা আমাকেও এতোটা নিঃস্ব করেছে যে
হাজার রঙও যেন ফিকে হয়ে যায়
শোভার চোখের নীচে অনেক অন্ধকার
নির্জনতার যেন একটা দ্বীপ হয়ে ধরা পড়ে যায়
অজস্র লোকের ভীড়ে ওর হাতের নীল পদ্মটিও মূলতঃ
আমার ঝাপসা দৃষ্টির কাছে অদেখাই রয়ে যায়।
শোভা এসে দাঁড়ায় কোমল বারান্দায়
মুখ তার মলিন প্রজাপতি যেন
গ্রীবার কাছে জমে থাকা রাজ্যের বিষন্নতার ঝুলকালি
অনিন্দ্য সুন্দরী শোভাকে সেই প্রশস্ত বিকেলে
ভালোবাসার ভারে একটা ছোট্ট পাখির মতো মনে হয়
আমিও এগিয়ে যাই ইতঃস্তত পায়ে
শোভার শোভা তবু বাড়ে না এতোটুকুও
জীবনের জীর্ণতা আমাকেও এতোটা নিঃস্ব করেছে যে
হাজার রঙও যেন ফিকে হয়ে যায়
শোভার চোখের নীচে অনেক অন্ধকার
নির্জনতার যেন একটা দ্বীপ হয়ে ধরা পড়ে যায়
অজস্র লোকের ভীড়ে ওর হাতের নীল পদ্মটিও মূলতঃ
আমার ঝাপসা দৃষ্টির কাছে অদেখাই রয়ে যায়।
Comments
Post a Comment