অনুরাধা প্যাটেল কিংবা অনুরাধা পোড়ওয়াল
যাই বলো না কেন বিখ্যাত সবাই
আমার অনুরাধা কিন্তু এমন কিছু নয়
প্রতিদিন স্কুল শেষে পড়ন্ত বিকেলে
লাউয়ের মাচার কাছে এসে নত মুখ দাঁড়ায়
আড়চোখে বারবার দেখে লাজুক চোখে
তখন ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’
সহসা বাড়ী যাওয়ার ভীষন তাড়া মনে হয়
অনুরাধা তবুও দাঁড়িয়ে থাকে লাউয়ের মাচার কাছে
স্কুলের বারান্দায়, মাঠের কোনার কৃষ্ণচূড়া গাছের তলায়
হায় অনুরাধা এযুগেও কেউ ভালোবেসে এতোটা অস্থির হয়
অতঃপর আমিও এগিয়ে যাই - কি বাড়ীতে যাবে না?
সেই তো সকালে এসেছ সারাদিন কিছুই খাওয়া হয়নি
গ্রামের রাস্তায় না হলেও কমপক্ষে ঘন্টা দুয়েকের পথ
ঠিক ঠিক চলে যাবো। তুমি বাসায় যাও। আমার আর খাওয়া।
ক্ষুধায় পেটের ভেতর নদীর তীর ভাঙ্গে। অনুরাধা সব বোঝে
তবুও অবুঝের মত বসে থাকে। স্কুলের পাশের নদীর ধারে
হায় অনুরাধা কি করে বোঝাই
পৃথিবীতে আর যাই হোক ভালোবাসার চেয়ে ভুল কোন কিছু নাই।
যাই বলো না কেন বিখ্যাত সবাই
আমার অনুরাধা কিন্তু এমন কিছু নয়
প্রতিদিন স্কুল শেষে পড়ন্ত বিকেলে
লাউয়ের মাচার কাছে এসে নত মুখ দাঁড়ায়
আড়চোখে বারবার দেখে লাজুক চোখে
তখন ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’
সহসা বাড়ী যাওয়ার ভীষন তাড়া মনে হয়
অনুরাধা তবুও দাঁড়িয়ে থাকে লাউয়ের মাচার কাছে
স্কুলের বারান্দায়, মাঠের কোনার কৃষ্ণচূড়া গাছের তলায়
হায় অনুরাধা এযুগেও কেউ ভালোবেসে এতোটা অস্থির হয়
অতঃপর আমিও এগিয়ে যাই - কি বাড়ীতে যাবে না?
সেই তো সকালে এসেছ সারাদিন কিছুই খাওয়া হয়নি
গ্রামের রাস্তায় না হলেও কমপক্ষে ঘন্টা দুয়েকের পথ
ঠিক ঠিক চলে যাবো। তুমি বাসায় যাও। আমার আর খাওয়া।
ক্ষুধায় পেটের ভেতর নদীর তীর ভাঙ্গে। অনুরাধা সব বোঝে
তবুও অবুঝের মত বসে থাকে। স্কুলের পাশের নদীর ধারে
হায় অনুরাধা কি করে বোঝাই
পৃথিবীতে আর যাই হোক ভালোবাসার চেয়ে ভুল কোন কিছু নাই।
Comments
Post a Comment