তোমার কোমল হাত ধরবো বলে
শরীরে শ্যাওলার আবরণ নিয়েও বেঁচে আছি
হায়! বেদনার স্বরূপ বুঝি এমনই হয়।
না! না! বেদনা এরকম হবে কেন?
বেদনা তো কোমল কবুতর, জোয়ারে ভেসে যাওয়া চর
বেদনা তো কবির অভাবী সংসার, মরচে ধরা একটা টিনের চাল
বেদনার সাথে আমার কোলাহলে কি এমন এসে যায়
আমি অনাহুত পড়ে থাকি অর্থহীন
কোন ব্যাকরনে আমাকে খুঁজে পাওয়া দায়
জীবনে বেদনারও যোগ্য হতে হয়!!!
শরীরে শ্যাওলার আবরণ নিয়েও বেঁচে আছি
হায়! বেদনার স্বরূপ বুঝি এমনই হয়।
না! না! বেদনা এরকম হবে কেন?
বেদনা তো কোমল কবুতর, জোয়ারে ভেসে যাওয়া চর
বেদনা তো কবির অভাবী সংসার, মরচে ধরা একটা টিনের চাল
বেদনার সাথে আমার কোলাহলে কি এমন এসে যায়
আমি অনাহুত পড়ে থাকি অর্থহীন
কোন ব্যাকরনে আমাকে খুঁজে পাওয়া দায়
জীবনে বেদনারও যোগ্য হতে হয়!!!
Comments
Post a Comment