প্রিয় বোন, রাজশাহীতে অনেক দিন হয়ে গেল। আমাদের বদলির চাকরি। কখন বদলি হয়ে যায় জানি না। তাই সম্ভব হলে একদিন সময় করে অফিসে এসে দেখা করে যেও। জানি তুমি ব্যস্ত। তবু এমনটাই অনুরোধ করলাম। আজ রাস্তার পাশে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। অনেক দিন পর দেখা হলো বলতে হবে। অবশ্য সত্য বলতে কি আমি তোমাকে দেখিনি। তুমিই আমাকে দেখে সালাম দিলে। কিন্তু আমি তোমাকে প্রথমটায় চিনতে পারিনি। আমার চোখের সমস্যা আছে। পাওয়ার আরও বেড়েছে। আজকাল দূরে খুব একটা ভালো দেখতে পাই না। অবশ্য কাছের ব্যাপারেও একই সমস্যা। সবকিছুরই গতি নিম্নমুখী। কারণ আর কিছু নয়। বয়স বাড়ছে। আমার কাছে তোমার বিশেষ কোন আবেদন কখনো ছিলো না। এর কোন ব্যাখ্যাও নেই। তোমাকেও কখনও আমাকে নিয়ে তেমন একটা ভাবতে দেখিনি। তাহলে এই কিতাব লেখার প্রয়োজন পড়লো কেন? পড়লো এজন্যে যে তোমার হাত ধরে বরেন্দ্রকে চিনেছিলাম। সেই চেনা আমার জীবনকে বদলে দেয়। আমি আমার জীবনের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হই। আমি আজ যেটুকু তা যে পথে হেঁটে সেই পথটা তুমিই দেখিয়েছিলে। একটা অতি সাধারণ মেয়ে হয়েও তোমার অবদান তাই খাটো করে দেখবো না। আর একটা কথা বলে রাখি। এই বইয়ের নাম যেহেতু “বরেন্দ্রর মেয়ে” ত
A blog which can change your view, IN MY BLOGG HAVE THE IMMENSE OPPORTUNITY TO READ POEMS WITH DIFFERENT TASTES, SHORT STORIES, NOVELS, COLUMNS, ESSAYS, BOOKS ON POLITICS, BOOKS ON HISTORY, RELIGIOUS WRITINGS, BOOKS ON BANKING AND SO ON.