বৃষ্টিও বিরহী বর্ণমালা হ’য়ে যায়
ভাটিয়ালি সায় দিয়েছিল।
মফস্বল শহরে ক্রমে ক্রমে
পেট্রলের চাহিদা বেড়ে যায়।
বৃটানিয়া হলে রোগা, দীর্ঘদেহী
আবদুল লতিফ
কবিতাকে সুর করে গেয়ে
শহর কাঁদায়।
তারও আগে, বেশ আগে
ভ্রাতৃরক্তে রঞ্জিত হাতে
তেরঙা ব্রিটিশ পতাকা
ধীরে ধীরে নেমে যায়।
গ্রামগুলো ঢুকে পড়ে
শহরের পেটের ভিতর,
কলমী, ঢেঁকি শাকের পাশে
দেখা যায় নাবিস্কো ব্রেড।
কানন দেবী আর জগন্ময় মিত্ররা
চোখ কান মুগ্ধ করেছিল-
তবু বর্ণমালার কি তেজ
রাষ্ট্রভাষা বাংলা চাই...
বাঁচার, ভাষার দাবি এক হয়ে মিশে যেতে থাকে।
বুড়িগঙ্গা দিয়ে মেলা পানি চ’লে গেছে
দুর্গন্ধে দূষিত জল ঢাকার বাতাস
এখনো প্রণের সেই পুরাতন দাবি
রাষ্ট্রভাষা বাংলাই চাই...
বৃষ্টি, ভাটিয়ালি শহরে ও গ্রামে
সবখানে-এই শ্যামল বাংলায়।
ভাটিয়ালি সায় দিয়েছিল।
মফস্বল শহরে ক্রমে ক্রমে
পেট্রলের চাহিদা বেড়ে যায়।
বৃটানিয়া হলে রোগা, দীর্ঘদেহী
আবদুল লতিফ
কবিতাকে সুর করে গেয়ে
শহর কাঁদায়।
তারও আগে, বেশ আগে
ভ্রাতৃরক্তে রঞ্জিত হাতে
তেরঙা ব্রিটিশ পতাকা
ধীরে ধীরে নেমে যায়।
গ্রামগুলো ঢুকে পড়ে
শহরের পেটের ভিতর,
কলমী, ঢেঁকি শাকের পাশে
দেখা যায় নাবিস্কো ব্রেড।
কানন দেবী আর জগন্ময় মিত্ররা
চোখ কান মুগ্ধ করেছিল-
তবু বর্ণমালার কি তেজ
রাষ্ট্রভাষা বাংলা চাই...
বাঁচার, ভাষার দাবি এক হয়ে মিশে যেতে থাকে।
বুড়িগঙ্গা দিয়ে মেলা পানি চ’লে গেছে
দুর্গন্ধে দূষিত জল ঢাকার বাতাস
এখনো প্রণের সেই পুরাতন দাবি
রাষ্ট্রভাষা বাংলাই চাই...
বৃষ্টি, ভাটিয়ালি শহরে ও গ্রামে
সবখানে-এই শ্যামল বাংলায়।
Comments
Post a Comment