ওমর খালেদ রুমি লেখেন প্রচুর। তার প্রমাণ তার গ্রন্থতালিকা। ২০০১ এ বেরিয়েছে তার প্রথম গ্রন্থ। ২০০৯ এ দেখা যাচ্ছে এরই মধ্যে প্রকাশিত হয়েছে দশটির অধিক বই। ওমর খালেদ রুমি সব্যসাচী লেখক। কবিতা, উপন্যাস, ছোটগল্প-সর্বত্র তার সমান বিচরণ। ‘কাগজ ছেঁড়ার খেলা’ ওমর খালেদ রুমির সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ। ছোট আকারের বই নয়, ছিয়ানব্বই পৃষ্ঠার একটি বই, যাতে কবিতা রয়েছে মোট চুরাশিটি। একজন তরুণ তার অন্যান্য কাজের বাইরে লেখার জন্য সময় আলাদা করে রাখেন, কিংবা বলা যায় অন্যান্য কাজের যথেষ্ট প্রয়োজন স্বত্তেও লেখালেখির জন্য যথেষ্ট সময় ব্যয় ও পরিশ্রম করতে দ্বিধাবোধ করেন না। আর তারই ফসল হয়ে ওঠে তার অজস্র লেখা। কিন্তু শত শত পৃষ্ঠা লিখে গেলেই চলে না। সবচেয়ে বড় শর্ত থাকে যা তা হলো লেখাকে মানসম্মত হতে হয়। হঠাৎ হঠাৎ একটি দুটি মানসম্মত কবিতা বা গল্প কেউ কেউ লিখে দেখাতে পারেন, তা প্রকাশ হলে তিনি প্রশংসাও কুড়োন, কিন্তু অজস্র ধারায় প্রতিনিয়ত লিখে যেতে হলে প্রয়োজন হয় গভীরতর সত্তায় শিল্প তৈরির ক্ষমতাসম্পন্ন গুণ। এই গভীর সত্তায় সর্বাংশে কবি বা গলপকার বা উপন্যাসিক বা একই সঙ্গে সকল কিছু হওয়া সকলের পক্ষে সম্ভব নয়, খুব ক...
A blog which can change your view, IN MY BLOGG HAVE THE IMMENSE OPPORTUNITY TO READ POEMS WITH DIFFERENT TASTES, SHORT STORIES, NOVELS, COLUMNS, ESSAYS, BOOKS ON POLITICS, BOOKS ON HISTORY, RELIGIOUS WRITINGS, BOOKS ON BANKING AND SO ON.