রক্তে কেনা বাংলাদেশ বইটির ভূমিকা লিখতে গিয়ে কেন জানি খানিকটা হলেও আবেগপ্রবণ হয়ে পড়লাম। আমি যুদ্ধ দেখিনি। আমার জন্মই যুদ্ধের পরে। তাই অন্তরটা দেশপ্রেমে গদগদ থাকলেও দেশের সেই মহান যুদ্ধের কোন স্মৃতিই আমার নেই। বরং আমি যখন বুঝতে শুরু করি তখন বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে। রাজনৈতিক কাজে অংশগ্রহণ ১৯৯০ সালের গণ আন্দোলনের মধ্য দিয়ে। তখন বাগেরহাট সরকারী পিসি কলেজের ছাত্র ছিলাম। মুসলিম হোস্টেলে থাকতাম। আন্দোলন তখন ধীরে ধীরে দানা বাঁধছে। আমরা বলতে গেলে শুরু থেকেই জড়িয়ে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু ভাই বাগেরহাটের কৃতি সন্তান। তিনি ঢাকা থেকে বাগেরহাট চলে এলেন। মেজর জেনারেল (অবঃ) মোস্তাফিজুর রহমানও তখন স্বশরীরে বাগেরহাটে। আন্দোলনের তদারকি করছেন। দু‘জন তুখোড় মানুষের সরাসরি পরিচালনায় বাগেরহাটে আন্দোলন দারুণ জমে উঠেছিল। সেই স্মৃতি আজও জীবন্ত। ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর। এরশাদ পদত্যাগ করলেন। আমরা আবারও পড়াশুনায় ফিরে গেলাম। দারুণ লাগল। এর পরের অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই আমি জাসদ ছাত্রলীগ-এর সাথে জড়িয়ে যাই। তারপর ১৯৯৬
A blog which can change your view, IN MY BLOGG HAVE THE IMMENSE OPPORTUNITY TO READ POEMS WITH DIFFERENT TASTES, SHORT STORIES, NOVELS, COLUMNS, ESSAYS, BOOKS ON POLITICS, BOOKS ON HISTORY, RELIGIOUS WRITINGS, BOOKS ON BANKING AND SO ON.