Skip to main content

Posts

Showing posts from January, 2020

Fabricare receipt 01 08 2024

THE DAILY SWADESH PRATIDIN 13 JANUARY 2020

প্রিয় স্বদেশ, তোমার তক্তপোষে আমি আমার শৈশব ফেলে রেখে এসেছি // ওমর খালেদ রুমি

আবেগের কথা রাখো সময় এখন অন্য রকম ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে কথা হোক কথা হোক কাম আর ক্রোধ নিয়ে যে শৈশবের কথা বলছো তাতো পেরিয়ে গেছে সেই গাঁয়ের দিনগুলোতে; দেখছোনা এখন আমরা এই নগরে আছি এখানে শিশুরা বিব্রত, বৃদ্ধরা হতাশ যুবকরা আশাহত, তরুণীরা উদ্ভ্রান্ত নেতারা দিগ্ভুল, ডাক্তাররা নীতিহীন প্রকৌশলী চতুর আর আমাদের কথা বলছো তার আগে বিচারকদের কথা বলি বিচারের নামে যা কিছু সে শুধু প্রহসন; আর ওহ্ হ্যাঁ, তুমি আমলাদের কথা জিজ্ঞেস করেছিলে পৃথিবীর সব পাপ একটা সাপ হয়ে যেন ঠিক ঠিক আশ্রয় নিয়েছে তাদের কোটের পকেটে; আমি পক্ষাঘাতগ্রস্থ যুবককে চোখের সামনে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যেতে দেখেছি অতঃপর মৃত্যু এসে তাকে নিয়ে গেছে চিলের মতো ছোঁ মেরে; আমার তবু এতোটা কষ্ট হয়নি যতোটা হচ্ছে আজ এসব দেখে; এ সমাজ আজ লন্ড্রীতে ইস্ত্রির আগে জড়ো করে রাখা ঈষৎ ভিজানো কাপড়ের চেয়ে দোমড়ানো মোচড়ানো; এ পৃথিবী আজ মুখোমুখি সংঘর্ষের শিকার চলন্ত দুটি বাসের অগ্রভাগ; তোমরা কি এসব দেখেও দেখো না সিরিয়ায় আহত শিশু মরছে বোমা আর বরফে; গ্রেটা চেচাচ্ছে পৃথিবী গেলো বলে; আর তুমি আর আমি খানিকটা তেল, একটা ডিম আর লবণ নিয়ে বসে আছি গোটাটা আগুনে জ্বালাবো বলে; ক্ষুধা