Skip to main content

Posts

Showing posts from September, 2016

Fabricare receipt 01 08 2024

তেপান্তরের মাঠ পেরিয়ে

[you have to let people go Everyone which in your life are meant to be in your journey, but not all of them are meant to stay till the end. - collected] প্রত্যেকেই তার সীমানা পেরিয়ে যেতে চায়। কারো কারো সীমানা থাকে ছোট। তারা চাইলেই টুক করে ডিঙ্গিয়ে যেতে পারে। কারো কারো সীমানা থাকে বড়। মন চাইলেও পেরিয়ে যেতে পারে না। তারাও অপেক্ষা করে। মনে মনে ভাবে একদিন ঠিকই পেরিয়ে যাবে। কিন্তু শেষতক আর যাওয়া হয় না। অবশেষে মৃত্যু এসে তাদেরকে পৃথিবীর সীমানা পার করে দেয়। কর্মবীর আব্দুল বাকী এরকমই একজন মানুষ। তবে সবচেয়ে মজার ব্যাপার আব্দুল বাকী আর দশটা মানুষের মতো নয়। তিনি জীবন দিয়ে জীবনকে শিখেছেন। মানুষের ভেতরটা তিনি কেন জানি দেখতে পান। তাদের ইচ্ছেগুলো বুঝতে পারেন। তাদের হৃদয়ের আকাশের মেঘখন্ড, রংধনু কিংবা গাঢ় গভীর পবিত্র সব অন্ধকার তিনি যেন একদম নিজের মতো করে অনুভব করতে পারেন। আল্লাহ্ তাকে অপূর্ব এই আনন্দঘন বেদনা দান করেছেন। এজন্যে অবশ্য তার কোন মনোবেদনা নেই। তবে মাঝে মাঝে অনর্থক আফসোস করে বলেন, ইস্! একটা শুষ্ক কাষ্ঠ খন্ড হলেই কতো না ভালো হতো। এতোসব অলৌকিক আনন্দের ভার নিতে হতো না। এভাবে বার বার দহন জ্বালা...

রাষ্ট্রায়ন, শাসক গোষ্ঠী তৈরি, অর্থনৈতিক উন্নয়ন নাকি দলীয় শাসন প্রতিষ্ঠা শেখ হাসিনার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ?

২০০৯ সালের শেষমেষ অনুষ্ঠিত নির্বাচনে, যাতে তৎকালীন সামরিক শক্তির একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিলো (!), যখন শেখ হাসিনা সরকার গঠন করলেন, তখনই মাথার ভেতর একটা প্রশ্ন উদয় হয়েছিল। সরকারের এবারের করনীয় কি? কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই প্রশ্ন বরবাদ হয়ে যায়নি। কারণ একটাই। আওয়ামী লীগ এখনও ক্ষমতায় টিকে আছে এবং আশা করা যাচ্ছে একটা সুদীর্ঘ সময় তারা ক্ষমতায় থাকবে। এ ক্ষেত্রে কিছুটা সময় পেরিয়ে গেলেও প্রশ্নটা আরও প্রাসাঙ্গিক হয়ে ওঠে যখন শেখ হাসিনা ২০১৪ তে এসে আবারও সরকার গঠন করেন। ব্যাপারটা মঞ্জুর এজন্যে যে বাংলাদেশের চলতি বাস্তবতায় আওয়ামী লীগেরই সরকার গঠনের প্রয়োজন ছিল। এবং ঘটনা অনেক খাতে প্রবাহিত হওয়ার সুযোগ তৈরি হওয়া সত্ত্বেও দেশী-বিদেশী সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে শেষমেষ শেখ হাসিনাই আলোর মুখ দেখেন। অতীতেকে সামনে টেনে আনলে সরকারের সামনে অনেক নতুন চ্যালেঞ্জের পাশাপশি অনেক অসমাপ্ত জটিল, জরুরী এবং প্রয়োজনীয় কাজ পড়েছিল। মুজিব হত্যাকারীদের বিচার, বুদ্ধিজীবিদের হত্যাকারীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের মতো বড় বড় রাজনৈতিক ইস্যুগুলো প্রক্রিয়াধীন ছিল এবং আছে। কিন্তুু এগুলোর সমাধানের পাশাপাশি বাংলাদেশের জন্য একটা ...