Skip to main content

Posts

Showing posts from June, 2016

Fabricare receipt 01 08 2024

আমাদের বাম রাজনীতির সাফল্য ও ব্যর্থতা

১৯৯২-৯৩ শিক্ষা বর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ¯œাতক (সম্মান) শ্রেনীতে ভর্তি হলে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হই। আমি ফজলুল হক হলের ছাত্র ছিলাম। স্বভাবিকভাবেই হল ইউনিটের সাথে সুক্ত হয়ে আমার নূতন রাজনৈতিক জীবন শুরু হয়। তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে জাসদ ছাত্রলীগ সক্রিয় ছিলো। কিছুদিন পুর্বেই বিশ্ববিদ্যালয় রাজনীতির সর্বশেষ সাড়া জাগানো ছাত্র নেতা কফিল উদ্দিন কফিল নিহত হন। ঐ সময়েও বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০০/৯০০ ছাত্র এই রাজনীতির সমর্থক ছিলো। বর্তমানে এই সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। কিন্তুু আমার সব সময়ই মনে হয়েছে ছাত্র রাজনীতির ক্ষেত্রে বাম রাজনীতির ছাত্র সংগঠনগুলোর কোন বিকল্প নেই। এটা অবশ্যই আমার ব্যাক্তিগত মতামত। এই মতামত এখানে থাক। তার ফাঁকে আমরা আমার না দেখা অতীত থেকে কিছুটা হলেও ঘুরে আসতে চাই। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির সামনে যে সব চ্যালেঞ্জ এসে দাঁড়ায় তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো জাতি আগামী দিনে কোন গতিধারায় পরিচালিত হবে। প্রথম যে প্রশ্নটা আসে বাংলাদেশ কি সমাজতান্ত্রিক দুনিয়ার অর্šÍভূক্ত হবে নাকি গণতান্ত্রিক পুঁজিবাদী পৃথিবীর অধীন হবে। মুসলিম বিশ্ব

The reasons of Islamic Banking

Islamic Banking is the outcome of Islamic economy. It is the practical application of the Islamic economic norms. As Islamic economy is from the holy Quran, hadith and Sunnah, the origin of islamic Banking is also originated from the same root. So, in order to learn Islamic banking, we must know the Islamic economy. The study related to it is very important. There are several verses in the holy Quran which reveals the guidelines about transactions in our day to day life. Outside the banking wall we have to do our daily muamalat (transaction). In order to make our financial actions pure we should follow our religious guidelines. Our whole life is consisted to various types of transaction. Not only in formal banking there are many issues where we should be very careful and knowledgeable. But there are lack of Islamic knowledge. At first we will mention some of the revelations from the holy Quran. Then we also mention some hadith and Sunnah. We also mention from Ijma an