কোথায় যে আকাশটা খোয়া গেছে পাগল ছেলেটা তা আজও খুঁজে ফিরছে একটা উদ্ভ্রান্ত ছেলে - কবিতায় ভালো হাত - এই শহরে উম্মুল মানুষের পাশাপাশি রাত জেগে পার করে দেয় তুমুল যৌবন আর তার পাশাপাশি আরও একজন কবির একটা ফার্মেসীতেই শুধুমাত্র কনডমের বিলই হয় সাড়ে তের হাজার - ইস! কি মজার কথা শহরগুলো কি ভীষণ রোমান্টিক - পাথরও এখানে কথা বলে রাত্রিরা রঙিন হয় - বেশ্যারা সাজে বাহারী সাজে - মাতাল তার ব্যাকরণ খুঁজে নেয় রাত্রির অবাধ্য যোনীর ভেতর এই সব মেয়েরা নাকি শুধুমাত্র কামনার দহনে ঘর ছেড়েছে পেটের কথা তারা বলেনা লজ্জা আর প্রেস্টিজের মিথ্যা বাহানায় এতো সব এলোমেলো জঞ্জালের ভেতর একটা রু² চুলের সূ² ভাবনার যুবক আহা! কবি সে! সন্ত হতে চায়! ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পাওয়া একটা পুরনো নাকফুল বুক পকেটে রেখে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। আহা! কবি সে! সন্ত হতে চায়।
A blog which can change your view, IN MY BLOGG HAVE THE IMMENSE OPPORTUNITY TO READ POEMS WITH DIFFERENT TASTES, SHORT STORIES, NOVELS, COLUMNS, ESSAYS, BOOKS ON POLITICS, BOOKS ON HISTORY, RELIGIOUS WRITINGS, BOOKS ON BANKING AND SO ON.