Skip to main content

Posts

Showing posts from January, 2023

Fabricare receipt 01 08 2024

কবি সে! সন্ত হতে চায় by Omar Khaled Rumi

কোথায় যে আকাশটা খোয়া গেছে পাগল ছেলেটা তা আজও খুঁজে ফিরছে   একটা উদ্ভ্রান্ত ছেলে - কবিতায় ভালো হাত - এই শহরে উম্মুল মানুষের পাশাপাশি রাত জেগে পার করে দেয় তুমুল যৌবন আর তার পাশাপাশি আরও একজন কবির একটা ফার্মেসীতেই   শুধুমাত্র কনডমের বিলই হয় সাড়ে তের হাজার - ইস! কি মজার কথা   শহরগুলো কি ভীষণ রোমান্টিক - পাথরও এখানে কথা বলে   রাত্রিরা রঙিন হয় - বেশ্যারা সাজে বাহারী সাজে - মাতাল   তার ব্যাকরণ খুঁজে নেয় রাত্রির অবাধ্য যোনীর ভেতর   এই সব মেয়েরা নাকি শুধুমাত্র কামনার দহনে ঘর ছেড়েছে   পেটের কথা তারা বলেনা লজ্জা আর প্রেস্টিজের মিথ্যা বাহানায়   এতো সব এলোমেলো জঞ্জালের ভেতর একটা রু² চুলের সূ² ভাবনার যুবক   আহা! কবি সে! সন্ত হতে চায়! ভালোবাসার মানুষের কাছ থেকে   উপহার পাওয়া একটা পুরনো নাকফুল বুক পকেটে রেখে    উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। আহা! কবি সে! সন্ত হতে চায়।

তুমি কি পড়শীর হাতের মোয়া যে দেখলেই জিভে জল আসবে by Omar Khaled Rumi

 অতোটা বেহায়া নই যতোটা ভাবো - পুরুষের অঙ্গ আছে ঠিকই তবে তা বাধ্যগত। সন্ত্রাসের বাহানায় রাজপথের কৌমার্য নষ্ট করা একদল নাম আজ বিলীন প্রায়। প্রণয়ের বাহানায় একদল কামুক এইডসে ভরে রেখে গেছে পুরো পৃথিবীটা। কোনো জরায়ু এখন আর নিরাপদ নয় সন্তান ধারনের জন্যে। কোন যোনীপথ এখন আর নিরাপদ নয় নিশ্চিন্ত গমনের জন্যে। একজন বুদ্ধিজীবী তাই শংকিত। তার বুদ্ধির জট খুলছে না। একজন বক্তা তাই ইতঃস্তত। কেউ শুনছে না তার কথা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার সম্মান হারিয়ে এখন সব্জি বিক্রেতা হওয়ার কথা ভাবছে। আজকাল নারীবাদীরা বড় দুর্বিসহ অবস্থায় পড়েছে। আজকাল সমকামী আর মৌলভীরাও একই প্লেটে খাবার খাচ্ছে। এতেও যদি কারো হেদায়াত রমলে। আর এতসব বিশৃঙ্খলার ভেতর, আমি তোমাকে একটা কথাই বলতে চাই। তুমি কি প্রতিবেশীর হাতের মোয়া যে দেখলেই জিভে জল আসবে।

পাগলা কুকুর তাড়িয়ে নিয়ে যায় বাগানের কাঠবেড়ালি by Omar Khaled Rumi

শৈশব শৈশব করে চেচাচ্ছে একদল পরিবেশবাদী তারা বলছে, নগরের খেলার মাঠগুলো সন্ত্রাসীদের দখলে আর এভাবেই চুরি যাচ্ছে শিশুদের শৈশব তাদের মাথা ঝুঁকে আছে এন্ড্রয়েড ফোনের উপর প্রো, ম্যাক্স, প্রো অথবা ম্যাক্স, অথবা দুটোই একসাথে যখন তখন তা প্রো ম্যাক্স তাদের গ্রো করছে বোর্নভিটা আর হরলিক্সের মিথ্যের আশ্বাসের মতো সেভাবেই যেভাবে বসার সোফার কভারের বাড়তি কাপড় দিয়ে গিন্নি বানিয়েছে এক ¯িøপিং স্যুট জামাইয়ের জন্যে আমি বলছি, এতো কিছু যখন ঘটছে কেউ হয়তো লক্ষ্যই করেনি একটা পাগলা কুত্তা তাড়িয়ে নিয়ে গেছে বাগানের কাঠ বেড়ালিগুলোকে আর মদন মোহন তর্কালঙ্কারের ছড়ার ছেড়া পৃষ্ঠায় তখন খুঁজে পাওয়া গেলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।